Select Page

পাল্টা জবাব : ‘বেপরোয়া’র মুক্তি ঠেকানো যাবে না

পাল্টা জবাব : ‘বেপরোয়া’র মুক্তি ঠেকানো যাবে না

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলছেন, রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ঈদে মুক্তির সম্ভবনা নেই! তার বিপরীত মন্তব্য করলেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ।

চ্যানেল আই অনলাইনকে খোকন জানান, বিশ্বের যে কোনো দেশের পরিচালক বাংলাদেশে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে তাকে বাংলাদেশ পরিচালক সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে। রাজা চন্দ বাংলাদেশের পরিচালক সমিতি থেকে সদস্যপদ গ্রহণ করেননি।

আরো বলেন, রাজা চন্দ পরিচালক সমিতিতে এসেছিলেন। তাকে অতিথি পরিচালক হিসেবে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তিনি যেসব নিয়ম পালন করতে হয়, তা না করে কলকাতায় চলে যান এবং পরবর্তী সময়ে আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেননি। যেহেতু তার সদস্যপদ নেই, তাই তার ছবি মুক্তি পাবে না।

এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘বেপরোয়া’ ঈদে রিলিজ হবে। বাংলাদেশে কোনো আইন নেই যে কারো সদস্যপদ নিতে হবে। অনেক পরিচালক সদস্যপদ না নিয়ে ছবি মুক্তি দিয়েছেন।

তিনি বলেন, এর আগে রায়হান রাফির ‘পোড়ামন ২’ মুক্তি পেয়েছে। তার সদস্যপদ ছিল না। ‘বেঙ্গল বিউটি’ মুক্তি পেয়েছে। এই ছবির রাহশান নূরের সদস্যপদ ছিল না। আরো অনেক পরিচালক আছে, পরিচালক সমিতির সদস্যপদ না থাকার পরেও তাদের ছবি মুক্তি পেয়েছে।

সরকারি কোনো রুলস নেই। সেন্সরে ছবি জমা দিতে গেলেও পরিচালক সমিতির কিছুই লাগে না। শুনলাম, বেপরোয়া নাকি ঈদে মুক্তিতে বাধা আসবে। কীভাবে তারা বাধা দেবে আমি জানি না। আইনগতভাবে কেউ ‘বেপরোয়া’র মুক্তি ঠেকাতে পারবে না। নিজেদের শক্তি প্রদর্শন করলে ভিন্ন ব্যাপার।-বলছিলেন আব্দুল আজিজ।

‘বেপরোয়া’য় অভিনয় করেছেন রোশান এবং ববি। আরো আছেন শহিদুল আলম সাচ্চু, কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখ।


মন্তব্য করুন