Select Page

৫০ বছর পর ঝকঝকে প্রিন্টে ফিরছে ‘ময়নামতি’

৫০ বছর পর ঝকঝকে প্রিন্টে ফিরছে ‘ময়নামতি’

কাজী জহির পরিচালিত ষাট দশকের সাড়া জাগানো ছবি ‘ময়নামতি’, যার প্রধান দুই চরিত্রে আছেন রাজ্জাক-কবরী। বড় পর্দায় মুক্তির প্রায় ৫০ বছর পর ছোটপর্দায় আসছে কালজয়ী এই সিনেমা।

সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠান চিত্রা ফিল্মসের ১৩টি সিনেমার যাবতীয় স্বত্ব কিনে নিয়েছেন প্রয়াত কাজী জহিরের স্ত্রী চিত্রা জহির ও তার ছেলে সাগরের কাছ থেকে। শুধু তাই নয়, স্বত্বপ্রাপ্ত ‘ময়নামতি’র বস্তাবন্দি ৩৫টি রিলের প্রিন্ট উদ্ধার করে এরইমধ্যে মাদ্রাজ পাঠিয়েছে। কারেকশন ও ঝকঝকে করে হার্ডড্রাইভে সংযুক্ত করে আনা হচ্ছে দুষ্প্রাপ্য ‘ময়নামতি’র প্রিন্ট। মাদ্রাজে প্রযুক্তি ভাণ্ডারে এখন চলছে পুরোদস্তর ঘষামাজার কাজ।

চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে ছবিটি।

এদিকে বছর তিনেক আগে ‌‘ময়নামতি’র রিমেক করে জাজ মাল্টিমিডিয়া। ‘অনেক সাধের ময়না’ নামের সিনেমাটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু। অভিনয় করেন মাহি ও বাপ্পী চৌধুরী।


মন্তব্য করুন