Select Page

দেশে নেই ‘বিজলী’

দেশে নেই ‘বিজলী’

bobby

দেশে নেই, বিদেশে আছেন ‘বিজলী’। সুপারহিরোইন সিনেমাটির জন্য রোববার থাইল্যান্ডে উড়াল দিলেন ববি। সেখানে প্রায় দুই সপ্তাহ অবস্থান করবেন। ইফতেখার চৌধুরীর পরিচালনায় দুটি গান ও কয়েকটি সিকোয়েন্সের দৃশ্যায়নে অংশ নেবেন তিনি।

ইতোমধ্যে দার্জিলিং, সিলেট ও ঢাকার লোকেশনে ‘বিজলী’র বেশিরভাগ অংশের শুটিং হয়েছে। ব্যাংককে হবে বাকি দৃশ্যায়ন।

এ ছবিটি প্রযোজনার মাধ্যমে নায়িকা পরিচয়ের পাশাপাশি প্রথমবার প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন ববি।


মন্তব্য করুন