Select Page

দেশে ১৬ ও বিদেশে ১৫১ প্রেক্ষাগৃহ নিয়ে মাসুদ রানার যাত্রা

দেশে ১৬ ও বিদেশে ১৫১ প্রেক্ষাগৃহ নিয়ে মাসুদ রানার যাত্রা

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায় আজ শুক্রবার (২৫ আগস্ট) একযোগে মুক্তি পাচ্ছে ‘এমআর নাইন: ডু অর ডাই’। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত স্পাই মাসুদ রানার গল্প নিয়ে এ সিনেমা। দেশে জাজ মাল্টিমিডিয়া নিজেই পরিবেশনা করছে ছবিটি। প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্সগুলোতেই ছবিটির ইংরেজি সংস্করণ দেখা যাবে। বাংলা ভার্সনের সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহে যোগ হতে পারে সিঙ্গেল স্ক্রিন।

দেশে হলসংখ্যা সুবিধাজনক না হলেও বিদেশে রীতিমতো রেকর্ড গড়েছে ‘এমআর নাইন’। উত্তর আমেরিকায় ছবিটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অলিউল্লাহ সজীব জানালেন, যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।

দেশের প্রথম সপ্তাহে দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, মিলিটারি মিউজিয়াম, চট্টগ্রামের বালি অর্কেড ও রাজশাহীর হাইটেক পার্ক আউটলেটে, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা, ঢাকার শ্যামলী, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, সিলেটের গ্র‍্যান্ড সিলেট সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং বগুড়ার মম ইন।

‘এমআর-৯’ নির্মাণ করেছেন মার্কিন প্রবাসী বাঙালি নির্মাতা আসিফ আকবর। এতে এবিএম সুমনের সঙ্গে বাংলাদেশ থেকে আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা, টাইগার রবি; ভারত থেকে আছেন সাক্ষী প্রধান, ওমি বৈদ্য এবং যুক্তরাষ্ট্র থেকে অভিনয় করেছেন নিকো ফস্টার, মাইকেল জেই হোয়াইট, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।

জাজ মাল্টিমিডিয়ার দাবি অনুসারে ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে এই ছবি। তাদের সঙ্গে প্রযোজনায় রয়েছে আল ব্রাভো ফিল্মস ও চেজিং বাটারফ্লাইস পিকচারস।

একইদিন বাংলাদেশে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। ফরহাদ সামজি পরিচালিত ছবিটির নায়িকা পূজা হেগড়ে। এটি বাংলাদেশে আমদানি করেছে এন ইউ আহম্মদ ট্রেডার্স। দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ভাইজানের ছবিটি।


মন্তব্য করুন