Select Page

দেড়শ’ প্রেক্ষাগৃহ জুড়ে শাকিব

দেড়শ’ প্রেক্ষাগৃহ জুড়ে শাকিব

59962_e2বিগত প্রায় ১০টিরও বেশি ঈদে দুইয়ের অধিক ছবি মুক্তি পেলেও  আসছে ঈদে শাকিব খানের দুটি ছবি মুক্তি পাচ্ছে। আর এ দু’টি ছবিই দখল করে রাখবে প্রায় দেড়শ’ প্রেক্ষাগৃহ।

ছবি দুটি হলো ‘মাই নেম ইজ খান’ ও ‘ভালোবাসা আজকাল’।

শাওনের প্রযোজনায় ‘মাই নেম ইজ খান’ পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। অনন্য পিকচার্সের ব্যানারে ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে আছেন অপু বিশ্বাস

অন্যদিকে আবদুল আজিজের প্রযোজনায় ‘ভালোবাসা আজকাল’ পরিচালনা করছেন পি এ কাজলজাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিতে শাকিব খানের নায়িকা মাহি

সাধারণত জাজের ছবি যেভাবে মুক্তি পায়, সেরকম ‘ভালোবাসা আজকাল’ আসছে ঈদে ৬০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অন্যদিকে ‘মাই নেম ইজ খান’ ৪০টি ডিজিটাল প্রজেকশনে মুক্তি পাবে। এছাড়াও ৩৫ মিমি. প্রিন্ট করে ৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হবে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন