Select Page

দ্বিতীয় গানেও ছক্কা হাঁকালো ‘ন ডরাই’ (ভিডিও)

দ্বিতীয় গানেও ছক্কা হাঁকালো ‘ন ডরাই’ (ভিডিও)

সার্ফিংকে কেন্দ্র করে নির্মিত দেশের প্রথম ছবি ‘ন ডরাই’। এর আগে প্রথম গান ‘যন্ত্রণা’য় মিশ্র প্রতিক্রিয়া কুড়িয়েছে। তবে দৃশ্যায়নে মুগ্ধ করেছে সবাইকে। এবার দ্বিতীয় গান ‘সত্যি নাকি ভুল’-এ পুরোপুরি ছক্কা হাঁকালো।

সুর-সংগীতে এর আগে পাওয়া গেলেও প্রথমবারের মতো কোনো সিনেমায় কণ্ঠ দিলেন প্রীতম হাসান। নিজের নামের প্রতি সুবিচার করেছেন খালিদ হাসান মিলুর ছোট ছেলে।

‘সত্যি নাকি ভুল’-এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

কক্সবাজারের অসাধারণ সুন্দর দৃশ্যে শরীফুল রাজ ও সুনেরাহ বিনতে কামালের সঙ্গে এবার যুক্ত হয়েছেন বিদেশি অভিনেত্রী জোসেফাইন লিন্ডেগার্ড।

অন্য দুজনকে রোমান্স করতে গেলেও সুনেরাহ প্রাত্যহিক কিছু দৃশ্য উঠে এসেছে গানে।

তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। মুক্তি পাবে ২৯ নভেম্বর।


মন্তব্য করুন