Select Page

দ্বিতীয় চলচ্চিত্রে অপূর্ব

দ্বিতীয় চলচ্চিত্রে অপূর্ব

N1nHBGQ

নির্মাণের দুই বছর পর মুক্তি পেল অপূর্ব অভিনীত প্রথম ছবি ‘গ্যাংস্টার রিটার্নস’। আর মুক্তির দুই দিন পার না হতেই দ্বিতীয় ছবির প্রস্তাব পেলেন তিনি।

মুক্তি প্রতীক্ষিত ‘মুসাফির’র প্রযোজকের কাছ থেকে দ্বিতীয় সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেন অপূর্ব।

নতুন সিনেমা প্রসঙ্গে এ টিভি তারকা বলেন, ‘আমার প্রথম ছবি মুক্তির দ্বিতীয় দিনেই দ্বিতীয় চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পাব এটা ভাবিনি। আমি সত্যিই মুগ্ধ হয়েছি। জানি আমার প্রথম চলচ্চিত্রে কিছু ভুল ত্রুটি ছিল। সেই ভুল ত্রুটি যেন আর না হয় তাই চেষ্টা থাকবে আমার দ্বিতীয় ছবিতে। আমার দ্বিতীয় ছবির কাজ শুরুর আগে দর্শক কী ধরনের ছবি দেখতে পছন্দ করেন তার ওপর আমি নিজেই একটি গবেষণা করতে চাই। আশা করি আমার ভক্ত-দর্শক এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।’

শিগগরিই অপূর্বর সঙ্গে প্রযোজক জুবায়ের আলম চলচ্চিত্রটির গল্প এবং কে নির্মাণ করবেন তা নিয়ে আলোচনায় বসবেন।

প্রযোজক জুবায়ের আলম বলেন, ‘এরই মধ্যে আমার প্রযোজিত চলচ্চিত্র ‘মুসাফির’ দু-একদিনের মধ্যে সেন্সরের জন্য জমা দেয়া হবে। আশা করছি অপূর্ব ভাইয়াকে নিয়ে নতুন বছরের ফেব্রুয়ারিতে রোমান্টিক অ্যাকশন ঘরানার নতুন একটি চলচ্চিত্রের কাজ শুরু করতে পারবো।’

মানব জমিন ও যুগান্তর অবলম্বনে


মন্তব্য করুন