Select Page

দ্বিতীয় সিনেমা প্রযোজনার প্রস্তুতি নিচ্ছেন জয়া

দ্বিতীয় সিনেমা প্রযোজনার প্রস্তুতি নিচ্ছেন জয়া

# ‘দেবী’তে অর্থ লগ্নিকে মৌসুমী প্রজেক্ট আকারে নেননি জয়া আহসান
# সিনেমার আয় আবার লগ্নি করতে যাচ্ছেন ঢালিউডে
# হাতে রয়েছে অনেকগুলো চিত্রনাট্য, বর্তমানে চলছে যাচাই-বাছাই
# প্রথম সিনেমার সাফল্যের ধারাবাহিকতা প্রতিবছরই ধরে রাখতে চান ঢাকা-কলকাতার জনপ্রিয় নায়িকা

প্রথম সিনেমা ‘দেবী’তে বাজিমাত করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান সি তে সিনেমা। দর্শক আনুকূল্যের পেছনে ভাবা হচ্ছে সিনেমাটির গল্প বাছাই, নির্মাণ ও অনন্য প্রচারণা কৌশলকে।

তবে জয়া প্রযোজনার আরও বড় দিক হলো- অর্থ লগ্নিকে মৌসুমী প্রজেক্ট হিসেবে নেননি তিনি। ‘দেবী’ মুক্তির কিছুদিন পরই জানিয়েছিলেন আরও সিনেমা নির্মাণ করবেন।

এবার সি তে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নিয়মিত প্রযোজনার বিষয়টি মাথায় রেখেছেন দুই বাংলার জনপ্রিয় এ নায়িকা। ইতোমধ্যে তিনি দ্বিতীয় সিনেমা করার প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। হাতে রয়েছে অনেকগুলো স্ক্রিপ্ট। তার ভেতর থেকে চলছে যাচাই-বাছাই।

সূত্রটি আরও জানায়, অনেক সফল ছবির নির্মাতারা অনেকদিন অপেক্ষা করে পরের ছবির জন্য। তবে সি তে সিনেমা প্রথম ছবির সফলতার ধারাবাহিকতা প্রতি বছরই ধরে রাখতে চায়।

বক্স অফিস সাফল্যের পাশাপাশি ‘দেবী’র ঝুলিতে রয়েছে সম্মানজনক সরকারি অনুদান। এছাড়া রয়েছে বড় অঙ্কের স্পন্সর ও ভিডিও স্বত্ত্ব। সিনেমাটি প্রথম সপ্তাহে মুক্তি পায় ২৮টি হলে। তৃতীয় সপ্তাহে এসে চলছে ৫০টি প্রেক্ষাগৃহে, এর মধ্যে ১৭টিতে চলছে শুরুর দিন থেকে। ঢাকার দুই মাল্টিপ্লেক্সে পেয়েছে দৈনিক ২১টি শো। শ্যামলী সিনেমা হলে হচ্ছে ৫টি প্রদর্শনী। এছাড়া চট্টগ্রামের সিলভার স্ক্রিনে পেয়েছে ৬টি শো।

সব মিলিয়ে আশা করা যাচ্ছে, ‘দেবী’র রমরমা বাণিজ্য জয়াকে প্রযোজক হিসেবে আত্মবিশ্বাসী করে তুলেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান সামনে। যা নতুন প্রযোজক ও নির্মাতাদের আগ্রহী করে তুলবে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares