Select Page

দ্বৈত চরিত্রে পরী, বিপরীতে বাপ্পী-সাইমন

দ্বৈত চরিত্রে পরী, বিপরীতে বাপ্পী-সাইমন

শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পরী মনির। একই নির্মাতার সিনেমায় এবার দ্বৈত চরিত্রে হাজির হবেন তিনি। ‘প্রেমের মরা’ নামের সিনেমাটিতে প্রথমবারের মতো দেখা যাবে বাপ্পী সাইমন সাদিককে। চমকে দেওয়া গল্পে নির্মিত হবে ছবিটি। খবর বাংলাদেশ প্রতিদিন।

পরিচালক জানান, এপ্রিলে ছবির শুটিং শুরু হবে। ছবির গল্প গড়াবে পরীকে ঘিরেই। সিনেমায় পরীকে মোল্লাবাড়ির মেয়ে ও একজন মাদ্রাসার ছাত্রী হিসেবে দেখা যাবে। ডিজে সোহেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বাপ্পী তাকে দেখে তার প্রেমে পড়ে যায়। এতে সোহেল ক্ষিপ্ত হয়ে বাপ্পীকে খুন করার জন্য সাইমনকে ভাড়া করে। সায়মন পরীকে দেখে হতচকিত হয়। কারণ পরী হলো তার আত্মহত্যা করা প্রেমিকা। শুরু হয় চরম দ্বন্দ্ব।

ছবির গল্প লিখেছেন শাহ আলম মণ্ডল, আলী আকবর চাচা ও দেলোয়ার হোসেন দিল। আতিকুল ইসলাম প্রযোজিত নোমান কথাচিত্রের এই ছবিতে আরো অভিনয় করবেন সুচরিতা, আলীরাজ, সাদেক বাচ্চুসহ অনেকে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

সাম্প্রতিক খবরাখবর

[wordpress_social_login]

Shares