Select Page

‘দ্য লাস্ট ঠাকুর’ পরিচালকের ছবিতে তাহসান-বাঁধন

‘দ্য লাস্ট ঠাকুর’ পরিচালকের ছবিতে তাহসান-বাঁধন

২০০৮ সালে বাংলাদেশি-ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদ নির্মাণ করেছিলেন ‘দ্য লাস্ট ঠাকুর’। সে ছবি সেন্সর জটিলতায় বাংলাদেশে মুক্তি না পেলেও পরে টেলিছবি হিসেবে কাঁটছাট করে দেখানো হয় টিভিতে।

প্রথম ছবি নিয়ে এত বিপত্তির এবার আবারও ফিচার পরিচালনা করতে যাচ্ছেন সাদিক।

‘অ্যা ব্লেসড ম্যান’ নামের সেই ছবিতে থাকছেন তাহসান খান আজমেরী হক বাঁধন। থাকছেন ইরফান সাজ্জাদসহ অনেকে।

২১ নভেম্বর রাতে ফেসবুক ভিডিও বাঁধন ও তাহসান দুজনেই ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানান।

সিনেমাটি অ্যাপল বক্সের প্রযোজনায় নির্মাণ হচ্ছে। শিগগিরই শুরু হবে শুটিং।


মন্তব্য করুন