Select Page

‘দ্য স্টোরি অব সামারা’য় পিয়া

‘দ্য স্টোরি অব সামারা’য় পিয়া

2013-07-02-09-46-43-51d2a18399ac0-peya-1‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের সুত্রে চলচ্চিত্রাঙ্গনে মডেল ‘পিয়া’ এখন খুবই পরিচিত মুখ। সে ছবিতে অভিনয় করে তিনি বেশ প্রশংসিত হয়েছেন। সম্প্রতি আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন  জান্নাতুল ফেরদৌস পিয়া।

চলচ্চিত্রের নাম ‘দ্য স্টোরি অব সামারা’। পরিচালক রিকিয়া মাসুদ। এটি পিয়ার তৃতীয় চলচ্চিত্র।

সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওই ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

পাঁচ বন্ধুর গল্প নিয়ে এ রোমাঞ্চকর ভৌতিক ছবি ছবিটি নির্মিত হবে।

এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সিবা, প্রসূন আজাদ, সাঞ্জু, আমান খান, এ টি এম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ প্রমুখ।

ঈদের পর যেকোনো সময় ‘দ্য স্টোরি অব সামারা’ ছবির শুটিং শুরু হবে বলে জানালেন পিয়া। এছাড়া জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে পিয়া ‘প্রবাসী প্রেম’ ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন