Select Page

ধর্ষণ-বিরোধী সিনেমার বড় চমক ‘আইটেম গান’!

ধর্ষণ-বিরোধী সিনেমার বড় চমক ‘আইটেম গান’!

আইটেম গান নিয়ে সমালোচনার অন্ত নেই। এ ধরনের গানের কথা প্রায়ই শালীনতা ছাড়িয়ে যায়, দৃশ্যায়নে প্রধান্য দেওয়া হয় নগ্নতাকে। যাকে ‘সামাজিক অবক্ষয়’ ও ‘নারীর প্রতি সহিংসতা’র জন্য দায়ি করেন কেউ কেউ।

সেই হিসেবে ধর্ষণ-বিরোধী সিনেমায় আইটেম গান থাকলে চোখ কপালে ‍উঠারই কথা।

তেমনটা ঘটেছে শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত ‘নবাব এলএলবি’ ছবির ক্ষেত্রে। যা পরিচালনা করেছেন অনন্য মামুন।

সম্প্রতি ‘জাস্ট চিল’শিরোনামের গানটি ইউটিউবে আপ করা হয়েছে। যেখানে শাকিবের সঙ্গে নাচতে দেখা যায় হৃদি শেখকে।

নভেম্বরে এফডিসিতে সেট ফেলে গানটি ধারণ করা হয়।

এ গানের মাধ্যমে বাংলা সিনেমায় হৃদির অভিষেক হলো। তিনি বাঙালি হলেও জন্ম ও বেড়ে ওঠা রাশিয়াতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। ছোটবেলায় নৃত্য শিক্ষা নিতে রাশিয়াতেই ভর্তি হন স্কুলে। ৪৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রি’র বিজয় মুকুট ছিনিয়ে নেন তিনি। এরপর তাকে দেখা গেছে মিউজিক ভিডিওসহ বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতে।

‘নবাব এলএলবি’ আই থিয়েটার অ্যাপে মুক্তি পাবে ১৬ ডিসেম্বর সন্ধ্যায়। সম্প্রতি প্রকাশিত ট্রেলার শাকিব ভক্তদের প্রশংসা পেয়েছে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares