Select Page

‘ধামাকা’ শিবিরে অস্থিরতা

‘ধামাকা’ শিবিরে অস্থিরতা

Dhamaka

আমিন খান প্রযোজিত প্রথম সিনেমা ‘ধামাকা’ নিয়ে শুরু হয়েছে জটিলতা। ৯ ডিসেম্বর শুটিং শুরুর কথা ছিল সিনেমাটির। কিন্তু সরে দাঁড়ালেন পরিচালক মালেক আফসারী। সিনেমাটিতে অভিনয়ের কথা রয়েছে মাহি আসিফ নূরের

বড়সড় অনুষ্ঠানের মাধ্যমে ‘ধামাকা’র ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি মালেক আফসারী সরে এসেছেন ‘ধামাকা’ টিম থেকে। এ জন্য আসিফ নূরের অসৌজন্য আচরণকেই দায়ী করেন তিনি। পরিচালক যুগান্তরকে জানান, ছবির প্রযোজক আমিন খান ও নায়িকা মাহিসহ পূর্বনির্ধারিত একটি মিটিংয়ে বসে আসিফের জন্য অপেক্ষা করেও কোনো সাড়া পাননি। এরপর টানা দুই সপ্তাহ আসিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। এমন অভদ্রতার কারণে নায়ককে বাদ দেয়ার জন্য আমিন খানকে অনুরোধ করলে অস্বীকৃতি জানান। তাই নিজের সম্মান রক্ষার্থে সরে দাঁড়িয়েছেন মালেক আফসারী।

এ দিকে প্রযোজক আমিন খান বাংলানিউজকে বলেন, ‘আমি তাড়াহুড়ো করে ছবিটি করছি না। একটু সময় নিচ্ছি।’ ছবিটিতে মাহি ও মালেক আফসারী থাকছেন কি-না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘সময় হলেই সব দেখতে পাবেন। সত্যি বলতে, আমরা ছবিটির গল্পই এখনও চূড়ান্ত করতে পারিনি। আগে একটি ভালো চিত্রনাট্য হোক, তারপর ছবি বানাবো।’

আরেকটি সূত্র বলছে, ‘ধামাকা’ তৈরি করবেন মালেক আফসারী। সেখানে নায়িকা থাকবেন মাহি। তবে প্রযোজক হিসেবে আমিন খানের জায়গায় আসতে পারেন অন্য কেউ। এ ক্ষেত্রে বদলে যেতে পারে ছবির নাম।

এখন দেখার পালা পানি কতদূর। কে থাকেন আর কে বাদ পড়েন।


মন্তব্য করুন