Select Page

নতুন ধারাবাহিক মহল্লাবিডি.কম

নতুন ধারাবাহিক মহল্লাবিডি.কম

ধারাবাহিক নাটক মহল্লাবিডি কম

আজ থেকে মাছরাঙা টিভিতে শুরু হতে যাচ্ছে ধারাবাহিক নাটক মহল্লাবিডি. কম। দুটি পরিবারের বিবাদমান দ্বন্দের গল্প নিয়ে নাটকটি রচনা করেছেন আজাদ আবুল কালাম এবং পরিচালনা করেছেন সৌম্য নজরুল।

নাটকে দেখা যাবে আলেফ মিয়া আর ইসমাইল গাজী বেচাঁরাম দেউরি একই গলির দুই বাড়িওয়ালা। একসময়ের দুই বন্ধু এখন দুই ভায়রা। যাদের একসময় সুসম্পর্ক থাকলেও এখন মুখ দেখাদেখি বন্ধ। ইসমাইলের চার ছেলে এক মেয়ে আর আলেফের দুই মেয়ে এক ছেলে। ইসমাইল ও আলেফ শিক্ষিত না হলেও ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন। ইসমাইল গাজির বড় ছেলে পান্না-পাড়ার প্রেসে একটা দুই পাতার পত্রিকা ছাপায়, মহল্লা সংবাদ নামে। পত্রিকাটির অনলাইন ভার্সন হিসেবে ইসমাইল গাজির বড় ছেলে পান্না নতুন পোর্টাল খোলার কথা ভাবছেন। নিউজ পোর্টালের নাম মহল্লাবিডি.ডটকম।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, নাঈম, অহনা, আরফান, শতাব্দী ওয়াদুদ, ডা. এজাজ, শাহেদ আলী সুজনসহ আরও অনেকে।

প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে মহল্লাবিডি.কম প্রচারিত হবে।


মন্তব্য করুন