Select Page

নকলের ধকল ২০১৯

নকলের ধকল ২০১৯

বাংলা সিনেমায় নকলের প্রাদুর্ভাব ষাটের দশক থেকে। গত দশকের শুরুর দিকে নকল চলচ্চিত্র সংখ্যায় চূড়া স্পর্শ করে। তবে আশার ব্যাপার হলো ধীরে ধীরে নকলের পরিমাণ কমছে। দশকের শেষ বছর ২০১৯ এ প্রায় সাত ভাগের এক ভাগ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল নকল কিংবা রিমেক, শুনতে খারাপ লাগলেও এই পরিমাণ বিগত বছর গুলোর তুলনায় বেশ কম। আসুন দেখে নিই ২০১৯ এ কোন কোন ছবি অফিসিয়াল রিমেক কিংবা নকলের দোষে দুষ্ট-

অন্ধকার জগৎ
আন্ডারওয়ার্ল্ডে ভীতি ছড়ানো দূর্ধর্ষ সন্ত্রাসীর আলোর পথে ফিরে আসার গল্প নিয়ে পরিচালক বদিউল আলন খোকন নির্মাণ করেন ক্রাইম এ্যাকশন ঘরানার ছবি “অন্ধকার জগৎ”। যেখানে মূল চরিত্রে অভিনয় করেন ডি.এ তায়েব, মাহিয়া মাহী, আলেকজান্ডার বো, মিশা সওদাগর সহ আরো অনেকে। এছবিটি মূলত জি.এম সৈকত পরিচালিত ক্রাইম ঘরানার টেলিফিল্ম “কাঙ্গাল” অবলম্বনে তৈরি, যেখানে ডি.এ তায়েব তার নিজের চরিত্রে, মাহিয়া মাহীর চরিত্রে সাদিয়া ইসলাম মৌ, আলেকজান্ডার বো এর চরিত্রে সোয়েদ শুভ্র এবং মিশা সওদাগরের চরিত্রে অভিনয় করেছিলেন মনির হোসেন ফাহিম। দুইটি কাজ ই একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে হলেও এক্ষেত্রে ছবি মুক্তির সময় বিষয়টি নিয়ে মিডিয়াপাড়ায় তেমন আলোচনা হয়নি।

প্রতিশোধের আগুন
ছোটবেলায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে “ক্ষুদিরামের ফাঁসি” মঞ্চস্থ করতে গিয়ে দূর্ঘটনাবশত এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে, এরকম একটি গল্প নিয়েই পরিচালক মোঃ আসলাম নির্মাণ করেন রোম্যান্টিক এ্যাকশন ঘরানার সিনেমা “প্রতিশোধের আগুন”। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেন জায়েদ খান, শাহরিয়াজ, মৌ খান, নবাগতা নাজ, ড্যানি সিডাক সহ আরো অনেকে। গল্পের মতোই দূর্ঘটনাবশত এর আগেও এই গল্পে আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। ২০১৪ সালে পরিচালক ওয়াকিল আহমেদ নির্মাণ করেছিলেন “সেরা নায়ক”; যেখানে জায়েদ খানের চরিত্রে শাকিব খান, শাহরিয়াজের চরিত্রে মিশা সওদাগর, মৌ খানের চরিত্রে অপু বিশ্বাস এবং ড্যানি সিডাকের চরিত্র রূপদান করেছিলেন শিবা শানু। বলা বাহুল্য, এক্ষেত্রেও দুইটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান একই, তাই হয়তো প্রযোজক একই গল্পে দুইটি ছবি বানাতে দ্বিধা করেননি।

তুই আমার রানি
“প্রতিশোধের আগুন” এর সাথে একই দিনে মুক্তি পেয়েছিল সজল আহমেদ পরিচালিত রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি “তুই আমার রানি”। যেখানে দেখা যায় বাল্যবিবাহের বিরুদ্ধে একদল তরুণদের প্রতিবাদ করতে এবং পরবর্তীতে সেই তরুণদের নেতৃত্ব প্রদানকারী তরুণের প্রেম কাহিনী। এছবিটি মূলত জি.নাগেশ্বর রেড্ডি পরিচালিত ২০১৪ সালের তেলেগু ছবি “কারেন্ট থিগা” এর হুবহু নকল। এখানে মনোজ মঞ্চুর চরিত্রে সূর্য রুবেল দাস, রাকুল প্রিত সিং এর চরিত্রে মিষ্টি জান্নাত এবং জগপতি বাবুর চরিত্রে অভিনয় করেছেন রাজেশ শর্মা। উল্লেখ্য, তেলেগু এই ছবিটিও মৌলিক নয়, এটি তামিল ছবি “ভারুথাপাদাথা ভালিবার সংগাম” (২০১৩) এর অফিসিয়াল রিমেক।

পাসওয়ার্ড
সুইস ব্যাংক একাউন্টের পেছনে পড়ে থাকা আন্ডারওয়্যার্ল্ডের ডন এর মুখোমুখি হয় সাধারণ ঘরের দুই ভাই, একজন স্বাভাবিক হলেও অন্যজন শারীরিক প্রতিবন্ধী। এ্যাকশন থ্রিলারে ভরপুর এমনই এক গল্প নিয়ে পরিচালক মালেক আফসারী নির্মাণ করেন “পাসওয়ার্ড”, যেখানে অভিনয় করেন শাকিব খান, মিশা সওদাগর, শবনম বুবলী, ইমন, অমিত হাসান সহ আরো অনেকে। ব্যবসাসফল এই ছবিটি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ছবি “দ্য টার্গেট” এর দুই তৃতীয়াংশ নকল! পার্থক্য শুধুমাত্র অমিত হাসান এবং শবনম বুবলীর চরিত্রটি তে। কোরিয়ান ছবিতে এই দুইটি চরিত্রে যথাক্রমে নারী পুলিশ অফিসার এবং পুরুষ ডাক্তার দেখতে পাওয়া যায়। উল্লেখ্য, “দ্য টার্গেট” ফেঞ্চ ছবি “পয়েন্ট ব্ল্যাক” (২০১০) এর অফিসিয়াল রিমেক।

আকাশ মহল
এক জাদুঘরের অলৌকিক শক্তি খারাপ কাজে লাগানোর গল্প নিয়ে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু নির্মাণ করেন ফ্যান্টাসি ঘরানার ছবি “আকাশ মহল”। এছবিতে অভিনয় করেছেন ইমন, আইরিন সুলতানা, ড্যানি সিডাক সহ আরো অনেকে। স্বল্পবাজেটে নির্মিত এছবিটি স্বপন সাহা পরিচালিত ফ্যান্টাসি ঘরানার ছবি “যাদু মহল” এর আন-অফিসিয়াল রিমেক; যেখানে ইমনের চরিত্রে ফারুক, আইরিনের চরিত্রে অঞ্জু ঘোষ এবং ড্যানি সিডাকের চরিত্রে জাম্বু অভিনয় করেছেন। উল্লেখ্য, দুইটি ছবিই আরব্য উপন্যাস অবলম্বনে তৈরি।

বেপরোয়া
বোনের সুখ এবং স্বপ্ন পুরণ করতে গিয়ে ভাইয়ের লেখাপড়া সহ যাবতীয় স্কুলজীবন বিসর্জন দেওয়ার গল্প নিয়ে রাজা চন্দ নির্মাণ করেন এ্যাকশন ড্রামা জনরার ছবি “বেপরোয়া”; যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, পিয়ান সরকার, ইয়াসমিন হক ববি, তারিক আনাম খান সহ আরো অনেকে। এছবিটি শ্রীনু ভাইটলা পরিচালিত ২০১৫ সালের তেলেগু ছবি “ব্রুস লি দ্য ফাইটার” এর অফিসিয়াল রিমেক; যেখানে রোশানের চরিত্রে রাম চরণ তেজা, ববির চরিত্রে রাকুল প্রিত সিং এবং পিয়ান সরকারের চরিত্রে অভিনয় করেছেন কৃতি খারবান্দা। পবিত্র ঈদ-উল-আযহায় মুক্তি পেয়ে ছবিটি মোটামুটি আলোচিত হয়।

মায়াবতী
ব্রথেলে বড় হওয়া এক গায়িকার লাইফস্ট্রাগলের গল্প নিয়ে পরিচালক অরুণ চৌধুরী নির্মাণ করেন সাসপেন্স ড্রামা জনরার ছবি “মায়াবতী”; মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, আব্দুল্লাহ রানা সহ আরো অনেকে। ছবিটি সরাসরি নকল না হলেও এর দ্বিতৗয়ার্ধ অনেকখানি অনুভব সিনহা পরিচালিত ভারতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত হিন্দি ছবি “পিংক” (২০১৬) এর সাথে মিলে যায়; যেখানে তিশার চরিত্রে তাপসী পান্নু ও রাইসুল ইসলাম আসাদের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

উল্লেখিত লিস্টের বাইরেও নকল/অনুপ্রাণিত ছবি থাকতে পারে, তবে সেগুলোর পক্ষে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় এই লিস্টে সংযুক্ত করা হয়নি। পরিশেষে আমরা সবাই চাই নকল থেকে নিজেদের চলচ্চিত্র দুরে থাকুক, গল্প বলার ধরণে নিজস্বতা তৈরি হোক।


মন্তব্য করুন