Select Page

নতুন কিছু দেখাতে চান জলি

নতুন কিছু দেখাতে চান জলি

1429540128_joly-4

পুরো নাম ফাল্গুনী রহমান জলি। ১৯ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তিনি অভিনয় করতে যাচ্ছেন ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অঙ্গার’ চলচ্চিত্রে। তার থাকবেন কলকাতার ওম।

জলি বাংলা মেইলকে জানান, হঠাৎ করেই জাজের নায়িকা খোঁজা কার্যক্রমের খবর জানতে পারেন। সেখানে তিনি দু’টো ছবি পাঠান। তারপর একদিন তাকে জাজ থেকে ডাকা হয়। জলি ও নুসরাত ফারিয়াকে জাজের নতুন নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।

সবসময় দর্শকদের নতুন কিছু দিতে চান জলি। অভিনয়ের দিকটা অত্যাধিক গুরুত্ত্ব দিতে চান। অভিনয়, নাচ ও ফাইটে তালিম নিচ্ছেন জলি। এ ছাড়া জাজের নায়িকা হিসেবে যারা কাজ করেছে, তাদেরকে ভারতে পাঠিয়েছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের জন্য। মে মাসর প্রথম সপ্তাহে প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছেন জলি।

0136

ছোটবেলায় শিশু একাডেমিতে গান ও নাচ শিখেছেন জলি। শাবনুরের অভিনয় তার খুব পছন্দ। তাই শাবনুরকেই ফলো করতে চান।

এ বিষয়ে জলি বলেন, ‘শাবনূর আপুর অভিনয় আমার কাছে দারুণ লাগে। যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। তার অভিনয় দেখে আমি যেমন কাঁদতে পারি আবার হাসতেও পারি। একজন অভিনেত্রীর অভিনয় দেখে একজন দর্শক হিসেবে যখন এ অনুভূতিটা আসবে তখন অভিনয় করাটা আমার কাছে স্বার্থক মনে হবে। যা আমি শাবনূর আপুর অভিনয়ের ক্ষেত্রে দেখতে পেয়েছি। শাবনূর আপুর অভিনয় এক কথায় অসাধারণ। যা আমাকে বারবার মুগ্ধ করে।’


মন্তব্য করুন