Select Page

নতুন ছবিতে কেয়া

নতুন ছবিতে কেয়া
5_42374গেল সপ্তাহে মুক্তি পায় কেয়া অভিনীত ছবি ‘আয়না কাহিনী’। নায়করাজ রাজ্জাক পরিচালিত এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরলেন গ্লামারাস এই নায়িকা। মূল ঘরানার বাইরের ছবি হলেও মুক্তির পর কেয়াকে নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহও লক্ষ্য করা গেছে।
ছবিতে কেয়া নিজের প্রতিভার জানান দিলেন আরেকবার। সেই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এ ছবির নাম ‘তোমার প্রেমে পড়েছি’। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে কেয়া বলেন, ‘আয়না কাহিনীর পর অনেকের কাছ থেকে সাধুবাদ পাচ্ছি। নিয়মিত কাজ করার উৎসাহ পাচ্ছি। তোমার প্রেমে পড়েছি ছবির গল্প খুবই মজার। আশা করছি এ ছবিতেও সফলতা পাব।’ রোমান্টিকধর্মী এ ছবির শুটিং মালয়েশিয়ায় হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
সূত্র: যুগান্তর


মন্তব্য করুন