Select Page

নতুন ট্রেলারে পুরনো গ্যাংস্টার

নতুন ট্রেলারে পুরনো গ্যাংস্টার

gangstar

গ্যাংস্টার রিটার্নসআশিকুর রহমানের প্রথম সিনেমা। প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে বেশ অনেকদিন আগে। এ অবসরে ২০১৪ সালের কোরবানির ঈদে মুক্তি পায় দ্বিতীয় সিনেমা ‘কিস্তিমাত’। অবশেষ ৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‌‘গ্যাংস্টার রিটার্নস’। তার আগেই মুক্তি পেল নতুন ট্রেলার।

মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয়েছে ট্রেলারটি। টিভি অভিনেতা অপূর্ব ভিন্ন এক অবতারে হাজির হয়েছেন সিনেমাটিতে। নতুন ট্রেলারে গুরুত্ব পেয়েছেন ‘সুপার হিরো-হিরোইন’ প্রতিযোগিতা থেকে উঠে আসা তারকা শম্পা

৪ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সিনেমাটির বেশ কিছু আকর্ষণীয় ফুটেজ স্থান পেয়েছে। বরাবরের মতো আশিকুরের ফেভারিট জেনর এ্যাকশনে নির্মিত হয়েছে ‘গ্যাংস্টার রিটার্নস’। মধ্যবিত্ত পরিবারের সন্তান শাওন একটি সন্ত্রাসীচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা দেখা যাবে এ সিনেমায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পিয়া, ইমরান, টাইগার রবি, কোয়েল প্রমুখ।

প্রযোজনা করছেন সাইফুল আজিম ও রাশেদ হক। ছবিটির টাইটেল গানের সংগীত পরিচালনা করছেন শিরোনামহীন ব্যান্ডের জিয়াদ খান। আরও গান করেছেন আরফিন রুমি, কাজী আনান।


মন্তব্য করুন