Select Page

নতুন সিনেমায় নায়ক রাজ

নতুন সিনেমায় নায়ক রাজ

unnamed

অসুস্থতার কারণে অনেক দিন বড় পর্দায় অনুপস্থিত নায়ক রাজ রাজ্জাক। এছাড়া সকল রকমের সভা, সেমিনারসহ চলচ্চিত্র অঙ্গন সংশ্লিষ্ট মাধ্যম থেকে দূরে ছিলেন তিনি। এবার যুক্ত হলেন নতুন সিনেমায়।

সম্প্রতি এখলাস আবেদিনের পরিচালনায় ‘নীল নীলিমা’ নামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়ক রাজ্জাক।

এ বিষয়ে পরিচালক এখলাস আবেদিন বাংলামেইলকে বলেন, ‘আগামী কোরবানীর ঈদের পরপরই গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। এছাড়া রোজার মধ্যেই ছবিটির মহরত করা হবে। এরই মধ্যে গল্প লেখার কাজও শেষ করেছি। রাজ্জাক ভাইকে এ ছবিতে একদম নতুনভাবে দেখতে পাবে দর্শক।’

ছবিতে নায়ক বা নায়িকা হিসেবে কে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। গাজীপুর,টাঙ্গাইল ও কক্সবাজারে বিভিন্ন লোকশনে গানের দৃশ্য ধারণ করা হবে।

রাজ্জাক বর্তমানে ষাটের দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা কবরী সারওয়ারের পরিচালনায় কখনো সখনো নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।


মন্তব্য করুন