Select Page

নতুন সিনেমায় পপি

নতুন সিনেমায় পপি

52aadf0788d05-_MG_9818

সপ্তাহ দুয়েক আগে মুক্তি পেয়েছে পপি অভিনীত ‘দুই বেয়াইয়ের কীর্তি’। অনেকদিন পর জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেত্রী পর্দায় ফিরলেও দুর্বল কাহিনী ও নির্মাণের কারণে সিনেমাটি দর্শক আগ্রহ জাগাতে পারেনি। এ ছাড়া সিনেমাটি বেশ কয়েকবছরের পুরানো। তাই এ সিনেমা পপির ক্যারিয়ারের নতুন কিছু যোগ করেনি।

এবার তিনি পর্দায় ফিরতে যাচ্ছেন একদম নতুন সিনেমা নিয়ে। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‌‘সোনা বন্ধু’ নামের চলচ্চিত্রে।

‘সোনা বন্ধু’ পরিচালক জাহাঙ্গীর সুমনের অভিষেক চলচ্চিত্র। গ্রামীণ পটভূমিতে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন ডিএ তায়েব ও পরী মনি। তায়েবের সঙ্গে পপিকে ছোটপর্দায় আগে দেখা গেলেও বড়পর্দায় এবারই প্রথম দেখা যাবে। অন্যদিকে পরী মনির অন্তর্ভুক্তির কারণে এ প্রথম নতুন প্রজন্মের উল্লেখযোগ্য কোনো অভিনেত্রীর সঙ্গে পপিকে দেখা যাবে।

1926650_978254392193555_156592549720912717_n

ইতোমধ্যে সিনেমাটির প্রথমলটের শুটিং শেষ হয়েছে। শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিতব্য ‌‘সোনা বন্ধু’র চিত্রনাট্য লিখেছেন ম ম রুবেল। গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজ, সালমাসহ আরো অনেকে। এ সিনেমায় ফকির লালন শাহের অনেকগুলো গান ব্যবহৃত হবে।


মন্তব্য করুন