Select Page

নতুন সিনেমায় রিয়াজ-মাহি

নতুন সিনেমায় রিয়াজ-মাহি

Riaz Mahi in the film Krishnopokkho by meher afroz shaon

নাটক নির্মাতা দীপঙ্কর দীপনের অভিষেক সিনেমা ‘ঢাকা অ্যাটাক’র ঘোষণা এসেছে বেশ আগে। আর তাতে চুক্তিবদ্ধ করা হয়েছিলেন আরিফিন শুভমাহি। এবার যোগ দিলেন রিয়াজ। তবে তিনি কোন ভূমিকায় অভিনয় করবেন সে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ প্রসঙ্গে দীপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে বেশ কয়েকবার মিটিং হয়েছে। আমাদের আলোচনা ফলপ্রসূ। দু-একদিনের মধ্যে তাকে চুক্তিবদ্ধ করানোর ইচ্ছে আছে। ছবির চূড়ান্ত শিল্পী তালিকাসহ সবকিছু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৮ নভেম্বর জানানো হবে। এরপর আগামী ৪ ডিসেম্বর ছবিটির মহরত অনুষ্ঠিত হবে।’

অন্যদিকে নির্মাতার সঙ্গে কথা হয়েছে বলে জানান রিয়াজ। তিনি সম্মতিও দিয়েছেন।

পুলিশ বাহিনীর গল্প উঠে আসবে থ্রিলারধর্মী এ সিনেমায়। বেশ কয়েক বছর ধরে সিনেমাটির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।

রিয়াজ ও মাহি বর্তমানে অভিনয় করছেন মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে। ‘বিয়ের ফুল’ অভিনেতার হার্টের সমস্যার কারণে সিনেমাটির শুটিং অনেকটা পিছিয়ে গেছে।


মন্তব্য করুন