Select Page

নববধূর সাজে পড়শী

নববধূর সাজে পড়শী

অনেকদিন আলোচনায় নেই ‘ক্ষুদে গানরাজ’-খ্যাত পড়শী। এবার আসছেন নববধূর সাজে। তেমন একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর অনেকেই দ্বিধায় পড়ে গিয়েছিলেন। তিনিই জানালেন, বিয়ের এত আয়োজন সব নতুন গান ‘মন ভুইলা’র জন্য।

তানজিব সারোয়ারের কথা ও সুরে গানটি গেয়েছেন পড়শী ও জুয়েল মোর্শেদ। গ্রামের বউয়ের সাজে গত শনিবার গানের ভিডিওর শুটিংয়ে অংশ নেন পড়শী।

পুবাইল, ঢাকা ও পদ্মা নদীর পাড়ে হয়েছে শুটিং। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। নতুন মিউজিক ভিডিও নিয়ে পড়শী প্রথম আলোকে বলেন, ‘বিয়ের সাজে শুটিং করা খুব কঠিন। অনেক ঝামেলা পোহাতে হয়। পরিশ্রমের কাজ এটা। তবে শেষ নাগাদ ভালোয় ভালোয় ভিডিওটির কাজ শেষ হয়েছে বলে বেশ ভালো হয়েছে।’

পড়শী জানালেন, আসছে পয়লা বৈশাখে ভিডিওটি প্রকাশ পেতে পারে।


মন্তব্য করুন