Select Page

নববর্ষে অপুকে ঘরে তুলবেন শাকিব

নববর্ষে অপুকে ঘরে তুলবেন শাকিব

অপু বিশ্বাসকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে নিজের বাসায় তুলবেন শাকিব খান। আসছে পয়লা বৈশাখ তিনি অপুকে নিয়ে আনুষ্ঠানিক সংসার শুরু করবেন। মঙ্গলবার সন্ধ্যায় শাকিবের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মো. ইকবাল এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী শুক্রবার পয়লা বৈশাখ। ওই দিন জুমার নামাজের পর রাজধানীর নিকেতনের বাসা থেকে অপুকে গুলশানের বাসায় তুলে নেবেন শাকিব।

ইকবাল বলেন, ‘আগামী শুক্রবার বাদ জুমা শাকিব নিজের পরিবার নিয়ে অপুর নিকেতনের বাসায় যাবেন। সেখান থেকে অপুকে তার পরিবারের কাছ থেকে নিয়ে গুলশানে নিজের বাসায় যাবেন। ওই দিন থেকেই তাদের আনুষ্ঠানিকভাবে সাংসারিক জীবন শুরু হবে।’

শাকিব খানের এই ঘনিষ্ঠ বন্ধু আরো বলেন, ‘শাকিবের ইচ্ছা ছিল ছেলের প্রথম জন্মদিনে নিজের বিবাহিত জীবন সম্পর্কে সবাইকে জানাবেন। তাই গতকাল টেলিভিশন চ্যানেলের সরাসরি (লাইভ) অনুষ্ঠানে হঠাৎ অপু ও ছেলেকে ওভাবে দেখে রেগে গিয়েছিলেন শাকিব।’

এর আগে টিভি লাইভে অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করা হয়েছিল। আমার নাম রাখা হয়েছিল অপু ইসলাম খান। বিয়ের সময় শাকিবের ভাই ও একজন প্রযোজক উপস্থিত ছিলেন।’


মন্তব্য করুন