Select Page

নববর্ষে ন্যানসির চমক

নববর্ষে ন্যানসির চমক

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির পঞ্চম একক অ্যালবাম আসবে এ বৈশাখে। কিছুটা ভিন্নভাবে সাজানো হচ্ছে নতুন এ অ্যালবামটি। গানের কথা নির্বাচন থেকে শুরু করে সুর ও সঙ্গীতে থাকছে ভিন্নতা।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘একেবারে শুরু থেকেই অ্যালবামটির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছি। গানের কথা লেখার সূচনা থেকেই আছি। নিজের ভালোলাগা-মন্দলাগা ভাগাভাগি করেছি। এর আগে এমনভাবে গান করা হয়নি। ভালো কিছু করার চেষ্টায় এটা করছি। এ অ্যালবামের মাধ্যমে শ্রোতারা অন্য এক ন্যান্সিকে পাবেন। গান কারা লিখেছেন, সুর কিংবা সঙ্গীত কে করেছেন সেটা আপাতত চমক হিসেবে রাখছি। সময় হলে সবকিছু প্রকাশ করব।’

তবে বাংলা নববর্ষ উপলক্ষে অ্যালবামটি প্রকাশ হবে এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এদিকে হিমেল আশরাফ পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘সুলতানা বিবিয়ানা’ নামে একটি ছবিতে হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান ‘তুমি আমার’ নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন ন্যান্সি। পাশাপাশি নিয়মিত স্টেজ শো করছেন। প্রসঙ্গত, ২০১৬ সালের প্রথমবারের মতো জিপি মিউজিকের আয়োজনে ‘ডিভা অব দ্য ইয়ার’ হয়েছেন ন্যান্সি।


মন্তব্য করুন