Select Page

‘নবাব এলএলবি’ মুক্তি পাচ্ছে ২৩ অক্টোবর

‘নবাব এলএলবি’ মুক্তি পাচ্ছে ২৩ অক্টোবর


অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ হতে যাচ্ছে করোনা পরবর্তী আবহে শাকিব খানের কামব্যাক ছবি।

বৃহস্পতিবার রাতে এক ঘোষণায় পরিচালক জানালেন মুক্তির দিনক্ষণ।

ফেসবুকে অনন্য মামুন লেখেন, ২৩ শে অক্টোবর নবাব এলএলবি এর শুভ মুক্তি।

এ ছবিতে শাকিবের বিপরীতে আছেন মাহিয়া মাহি। দুজনকে দেখা যাবে আইনজীবী চরিত্রে। আরও আছেন অর্চিতা স্পর্শিয়াসহ পরিচিত অনেক মুখ।

সিনেমাটির শুটিং মোটামুটি শেষ। দুটি গানের দৃশ্যায়ন হতে পারে মালদ্বীপে।

এ দিকে সাম্প্রতিক ঘোষণায় জানা যায়, ১৬ অক্টোবর দেশের সিনেমা হল খুলতে যাচ্ছে। তারএক সপ্তাহ পর আসবে ‘নবাব এলএলবি’। এর আগে পরিচালক জানা, এ ছবি স্ট্রিমিং অ্যাপে মুক্তি পাবে।


মন্তব্য করুন