Select Page

নিলয়-মেঘলার ‘পাঞ্চ’

নিলয়-মেঘলার ‘পাঞ্চ’

সিনেমায় বেশ আগে অভিষেক হলেও দেশে নয় দক্ষিণ ভারতীয় ছবিতে একক নায়িকা হন মেঘলা মুক্তা। এবার দেশে পেলেন প্রধান চরিত্র।

ঘটনা হলো, নাটকের পরিচিত নির্মাতা কৌশিক শংকর দাশ বানাচ্ছেন নিজের প্রথম সিনেমা ‘পাঞ্চ’।

জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে অভিনয় করছেন নিলয় আলমগীর, মেঘলা মুক্তা, মোমেনা চৌধুরী, ফারহাদ লিমন প্রমুখ। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মোমিনুল হক এবং কৌশিক শংকর দাশ।

গেল ২৯ জানুয়ারি ‘পাঞ্চ’ সিনেমার শুটিং শুরু করেন কৌশিক শংকর দাশ। প্রথম লটে ৯ দিনে ২০ শতাংশ শুটিং করেন। বর্তমানে করোনার কারণে শুটিং বন্ধ রয়েছে।

পরিচালক চ্যানেল আই অনলাইনকে বলেন, থাইল্যান্ড থেকে ‘জাইকা’ নামের ফাইটিং টিম আসার কথা। যারা ‘অগ্নি’ সিনেমায় কাজ করে গেছেন। মুম্বাই ও কলকাতা থেকে দুজনের শুটিংয়ে যোগ দেয়ার কথা। করোনার সবকিছু বন্ধ। মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে ছবির গল্প সাজানো হয়েছে। প্রায় ১৪ মিনিটের একটি বক্সিং খেলার দৃশ্য রয়েছে। থাইল্যান্ডের টিম না এলে অ্যাকশন ও এসব দৃশ্যের কাজ সম্ভব নয়। সবকিছু বিবেচনা করে আগামী জানুয়ারি মাসে বাকি অংশের শুটিং করতে চাই।


মন্তব্য করুন