Select Page

নাটক নিয়ে বিরক্ত রিয়াজ

নাটক নিয়ে বিরক্ত রিয়াজ

‘ইদানীং নাটকে অভিনয় নিয়ে আমি বিরক্ত।’— প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা বলছিলেন রিয়াজ

কারণ হিসেবে জানান, ‘একসময় সিনেমার গল্পে অস্থিরতা ছিল, ইদানীং নাটকেও সেটা প্রকট হয়ে উঠেছে। এই অস্থিরতা শুধু গল্পে নয়, পরিচালক-অভিনয়শিল্পী থেকে শুরু করে সবার ভেতরে ভর করেছে। পেশাদারির জায়গা থেকে সবাই যেন সরে গেছেন। আমরা যতই চ্যানেলের কথা বলি না কেন, সমস্যা কিন্তু শিল্পী ও নির্মাতাদের। আমরা বেশির ভাগই মন দিয়ে কাজ করছি না। আমাদের বেশির ভাগই কাজ নিয়ে কিছু ভাবছিও না। যে কেউ স্ক্রিপ্ট লিখে ফেলছেন, নির্মাতা হয়ে যাচ্ছেন। কীভাবে যেন চ্যানেল থেকে সেসব প্রচারের অনুমতিও পেয়ে যাচ্ছেন! যেসব প্রচার হচ্ছে, এর বেশির ভাগই নাটকের পর্যায়ে পড়ে না।’

তার মতে, ‘আমাদের দেশে একসময় যাত্রাপালা ছিল, যার অবস্থা এখন করুণ। সিনেমাও ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো কিছু মানুষ, যারা নাটক বাঁচিয়ে রেখেছিলেন, তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই এই জায়গাটার অবস্থা এখন খারাপ। মানুষের মধ্যে অল্প সময়ে আলোচনায় আসার প্রবণতা তৈরি হয়েছে। নাটকে মন না দিয়ে ফেসবুকে ছবি দেওয়া, লাইক-কমেন্ট গোনায় মেতে উঠছেন সবাই। ফ্যান-ফলোয়ার কীভাবে বাড়ানো যায়, কয়টি পত্রিকায় সংবাদ ছাপা হলো—এসব নিয়ে সবাই মেতে আছি। সবার মাথায় ঢুকে গেছে, মার্কেটিং আগে করতে হবে। পণ্যের গুণগত মান কী হবে, তা নিয়ে কেউ ভাবছি না।’

পরিচালকদের মান নিয়ে বলেন, ‘মাত্র ২ থেকে ৫ শতাংশ পরিচালক ঠিকমতো নিজের কাজটি করতে পারছেন। বাকি ৯৫ শতাংশই ক্যামেরাম্যাননির্ভর। অনেক পরিচালকের মধ্যেই কাজের আগ্রহ দেখছি না। সহকারী ও ক্যামেরাম্যানকে দৃশ্য ধারণের কাজ দিয়ে পরিচালক চলে যাচ্ছেন আরেক নাটকের প্রযোজক ম্যানেজ করতে।’

সম্প্রতি শোনা গেছে পিএ কাজলের পরিচালনায় নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছে রিয়াজ। এ নিয়েও আশাপ্রদ কিছু শোনাতে পারলেন না। তিনি বলেন, ‘কিছুই চূড়ান্ত নয়। তবে একটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে কিছুদিন আগে যোগাযোগ করেছিলেন পরিচালক পি এ কাজল। বাংলাদেশ মহিলা ফুটবল দল নিয়ে তিনি এই সিনেমা বানাতে চেয়েছিলেন। বিষয়টি আমার কাছে ব্যতিক্রম লেগেছিল। ছবিটিতে অভিনয় করার কথা ছিল মৌসুমীর। এরপর অবশ্য পরিচালকের সঙ্গে আর কোনো কথা হয়নি।’


মন্তব্য করুন