Select Page

নায়ক-খলনায়কের বন্ধুত্বপূর্ণ আবহে শুরু ‘ক্যাপ্টেন খান’

নায়ক-খলনায়কের বন্ধুত্বপূর্ণ আবহে শুরু ‘ক্যাপ্টেন খান’

শাকিব খান-মিশা সওদাগর অতীতে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। কিন্তু বছর দেড়েক আগে শেষবার একসঙ্গে কাজ করেছিলেন তারা।

গত বছর মিশা সওদাগর শিল্পী সমিতির সভাপতি পদে আর তার প্যানেলে জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন। এদিকে শাকিব খান তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওমর সানিকে সার্পোট করা ও যৌথ প্রযোজনার অনিয়ম বিরোধী আন্দোলনসহ চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সম্পর্কের অবনতি হয়।

আবারো একসঙ্গে ‘ক্যাপ্টেন খান’ নামের সিনেমায় অভিনয় করছেন মিশা-শাকিব। বুধবার এফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরতের পাশাপাশি শুরু হয় শুটিং।

ওই সময় মিশা বলেন, ‘‘শাকিব খানের সঙ্গে অভিনয় করব না এটা ঠিক নয়। আমরা চলচ্চিত্রের স্বার্থে একসঙ্গে আন্দোলন করেছি যৌথ প্রযোজনার সঠিক নিয়মের পক্ষে। অনিয়মের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি আমাদের দেশের প্রোডাকশন। এতে আমার চরিত্রটিও ভালো। তাই এ সিনেমার কাজটি করছি। শাকিবের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।’’

ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আরো আছেন অমিত হাসান, শিবা শানুসহ অনেকে।

সূত্র : রাইজিং বিডি


মন্তব্য করুন