Select Page

নায়ক জিৎ, ভিলেন তাসকিন

নায়ক জিৎ, ভিলেন তাসকিন

প্রথমবারের মতো যৌথ প্রযোজনায় অভিনয় করতে যাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’-এর ভিলেন জিসান চরিত্রে দর্শকের মন জয় করা তাসকিন রহমান

সপ্তাহখানেক কলকাতায় শুরু হয়েছে যৌথ প্রযোজনার ‘সুলতান’। নাম ভূমিকায় আছেন জিৎ। পরিচালনা করছেন রাজা চন্দ। শুটিংয়ের মাঝপথে ঠিক হলো ছবির খলনায়ক।

প্রথম আলো জানায়, ‘সুলতান’ ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নিশ্চিত করেছে ছবিতে তাসকিনের অভিনয়ের বিষয়টি।

চুক্তির বিষয়ে অস্ট্রেলিয়া থেকে তাসকিন বলেন, ‘সপ্তাহখানেক আগে আজিজ ভাইয়ের সঙ্গে এই ছবিতে কাজের ব্যাপারে কথাবার্তা হয়। ছবির গল্প, আমার চরিত্র-দুটোই ভালো লেগেছে। ব্যাটে-বলে মিলে যাওয়ায় দুই দিন আগে কাজটি করার জন্য আলাপ-আলোচনা চূড়ান্ত করেছি।’

আরো জানান, ৭ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং হবে। টানা ১৩ দিন কাজ হবে। তার আগে ৫ মার্চ হবে লুক টেস্ট।

‘সুলতান’ ছবিতে আরো অভিনয় করছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম, শহীদুল আলম সাচ্চু, আমান রেজা ও ভারতের কলকাতার প্রিয়াংকা সরকার প্রমুখ।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস ও সুরিন্দার ফিল্মস।


মন্তব্য করুন