Select Page

নায়ক শাকিব, খলনায়ক সম্রাট

নায়ক শাকিব, খলনায়ক সম্রাট

Somrat

সম্প্রতি মহরত হওয়া রাজু চৌধুরীর ‘শুটার’ ছবিতে খলনায়ক হিসেবে দেখা যাবে সম্রাটকে। এ প্রথম এমন চরিত্রে অভিনয় করছেন তিনি।

সিনেমাটির নায়ক শাকিব খান। এখনো নায়িকা ঠিক হয়নি।

‘শুটারে’ মিশা সওদাগরের ছোট ভাইয়ের ভূমিকায় দেখা যাবে সম্রাটকে।

জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে। সম্রাট জানান, চরিত্রের বৈচিত্র্যের কারণ সিনেমাটি অভিনয়ে রাজি হয়েছে। এতে অভিনয়ের দারুন সুযোগ রয়েছে। আশা করছেন, কিছু একটা করে দেখাতে পারবেন।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন শাহরিয়াজ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares