Select Page

নায়লা নাঈমের বদলে মুনমুন

নায়লা নাঈমের বদলে মুনমুন

 

moonmoon-nailaবেশ কিছু সিনেমার আইটেম গানে অংশ নিয়েছেন আলোচিত মডেল নায়লা নাঈম। সে ধারায় দেখা যাওয়ার কথা মিনহাজ অভির ‘মেঘকন্যা’ সিনেমায়। কিন্তু এখন শোনা যাচ্ছে সিনেমাটির আইটেম গানে পারফর্ম করবেন মুনমুন

ডিসেম্বরে বান্দরবানে আইটেম গানে অংশ নেওয়ার কথা ছিল নায়লার। পরে তার কোনো অগ্রগতির খবর জানা যায়নি।

চলতি সপ্তাহে জানা গেল, ‘মেঘকন্যা’য় চুক্তিবদ্ধ হয়েছেন মুনমুন। এতে তাকে দেখা যাবে আইটেম গার্ল হিসেবে। কিছুদিনের মধ্যে গানটির চিত্রায়ণ হবে বান্দরবানের নীলগিরি অথবা নীলাচল পাহাড়ের চূড়ায়।

তবে নায়লা নাঈমের থাকা না থাকা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো মন্তব্য করেনি। কিন্তু সিনেমায় থাকছে একটি আইটেম গান, শুটিং হবে বান্দরবানে— এ থেকে বোঝা যাচ্ছে নায়লার বদলে দর্শক দেখবে মুনমুনকে।

এরই মধ্যে দুটি ছবির শুটিংও করছেন মুনমুন। দেলোয়ার জাহান ঝন্টুর ‘বায়ান্ন থেকে একাত্তর’ ও ড্যানি সিডাকের ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’ ছবির কাজ কিছুদুর এগিয়েও নিয়েছেন তিনি। তবে আইটেম গার্ল হিসেবে ফিরে আসাকেই তিনি গুরুত্ব দিচ্ছেন। এ প্রসঙ্গে যুগান্তরকে বলেছেন, ‘ফিরে আসা জরুরি। তবে সমালোচিত হতে নয়, আলোচিত হওয়ার জন্যই কাজ শুরু করেছি। আশা করছি সবার সহযোগিতা পাব।’

 


মন্তব্য করুন