Select Page

নায়িকা মিললে ডিসেম্বরেই শুটিং

নায়িকা মিললে ডিসেম্বরেই শুটিং

2015_06_22_03_25_35_0FuZ6hf5WtXJtAePzTVNXF3sF9FYBC_originalঅনেক দিন ধরেই নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটির নাম ‘স্বপ্নজাল’। পুরোপুরি প্রেমের গল্প। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করেছেন। শুধু নায়িকা খুঁজে পাননি। নায়িকা মিললেই ডিসেম্বরে শুরু করবেন শুটিং।

এ প্রসঙ্গে ‘মনপুরা‘খ্যাত সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমার গল্পটা নব্বইয়ের দশকের। ওই সময়ের উপযোগী ১৮–১৯ বছর বয়সী একজন নায়িকা খুঁজছি। এরই মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, কিন্তু মনঃপূত হয়নি। এখনো খোঁজাখুঁজির মধ্যেই আছি।’

তবে নায়িকা না পেলেও নায়ক চূড়ান্ত করে ফেলেছেন। ‌‘স্বপ্নজাল’র মূল চরিত্রে দেখা যাবে নবাগত ইয়াশ রোহানকে। এ ছাড়া অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, ইরেশ যাকের ও প্রসূন আজাদ।

‘স্বপ্নজাল’ প্রযোজনা করছে বেঙ্গল ক্রিয়েশনস। সম্প্রতি চাঁদপুর গিয়েছেন সেলিম। তা নিয়ে বলেন, ‘গল্পের জন্য। কারণ, আমার গল্পে ইলিশের ব্যবসাকেন্দ্রিক ঘটনা আছে। এ কারণেই চাঁদপুরে শুটিং করতে হবে। শুধু তা-ই নয়, কলকাতাতেও একটা অংশের শুটিং করব।’


মন্তব্য করুন