Select Page

নায়িকা সিমলা চরিত্রে ববি?

নায়িকা সিমলা চরিত্রে ববি?

সিমলার সাবেক স্বামীকে নিয়ে যদি সিনেমা তৈরি হয়, তাতে নায়িকা হন ববি হক— তাহলে বিষয়টি কী দাঁড়ায়? ‘ম্যাডাম ফুলি’র জন্য জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রীর জুতোয় পা গলাবেন ‘বিজলি’।

কয়েকদিন ধরে এ কথাই শোনা যাচ্ছিল। এবার তাতে সিলমোহর পড়লো ফেসবুকে ববির শেয়ার করা চুক্তি স্বাক্ষরের ছবিতে।

জানা গেছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনা উঠে আসবে এখানে।

ওই ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন পলাশ আহমেদ নামের এক ব্যক্তি। যিনি অভিনেত্রী সিমলার সাবেক স্বামী। যিনি পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হন।

বোয়িং-৭৩৭ মডেলের ‘ময়ূরপঙ্খী’ বিমানটিতে ১৪২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিল। এটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। ছিনতাইয়ের চেষ্টা করলেও সফল হননি পলাশ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাত্র আট মিনিটের মধ্যে প্যারা কমান্ডো অভিযানে জিম্মিদশা থেকে মুক্ত হয়েছিল বিমানটি। অভিযানে নিহত হন পলাশ।

বিমান ছিনতাইয়ের ওই ঘটনা দেশ এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত হয়েছিল।

সেই ছবির নামও ‘ময়ূরপঙ্খী’। ববির সঙ্গে দেখা গেল রাশিদ পলাশকে। তিনিই এ ছবির পরিচালক, আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন বলে খবর পাওয়া যায়।

‘ময়ূরপঙ্খী’ প্রযোজনা করছে পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের প্রতিষ্ঠান ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’।

সব কিছু ঠিক থাকলে আগামী বছর শুরু হবে সিনেমাটির শুটিং।


মন্তব্য করুন