Select Page

নিজের জন্য গাইলেন আগুন

নিজের জন্য গাইলেন আগুন

72575_e3গায়ক আগুন নাটকে নিয়মিত অভিনয় করলেও চলচ্চিত্রে অভিনয় করেছেন হাতে গোনা। সিনেমায় অনেক নায়কের জন্যই গান করলেও নিজের জন্য করেননি। এবার তিনি গাইলেন নিজের জন্য।

শাহ আলম কিরণ পরিচালিত ‘একাত্তরের মা জননী’ ছবির নায়ক চরিত্রে অভিনয় করছেন আগুন। ছবিতে আগুনের নায়িকা নিপুণ। সরকারি অনুদানে ‘একাত্তরের মা জননী’ নির্মাণ হচ্ছে আনিসুল হকের ’৭১-এর সাহসিনী’ উপন্যাস অবলম্বনে।

সোমবার শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে আগুনের কণ্ঠে একটি দেশের গান রেকর্ড করলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সুরস্রষ্টা ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম।

মুন্সী ওয়াদুদের লেখা এ গানের কথা- ‘একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন পতাকা, একটি জাতির উত্থান, সার্বভৌম স্বাধীন এ সত্তা রবে চির অম্লান’।

সূত্র: মানবজমিন

 


মন্তব্য করুন