Select Page

নিজের পরিচালনায় নায়িকা হচ্ছেন

নিজের পরিচালনায় নায়িকা হচ্ছেন

Rozina (6)

টিভি নাটক বানিয়ে হাত পাকিয়েছেন রোজিনা। এক সময়ের জনপ্রিয় এ নায়িকা এবার সিনেমা বানাতে যাচ্ছেন। মুক্তিযুদ্ধ সময়কার গোয়ালন্দের কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হবে।

‘বীরাঙ্গনা’ নামের সিনেমাটির নায়িকাও হবেন তিনি। এখনো অন্যান্য তারকা চূড়ান্ত হয়নি।

রোজিনা জানান, সরকারি অনুদানের জন্য চিত্রনাট্য জমা দেওয়া হয়েছে ইতোমধ্যে।


মন্তব্য করুন