Select Page

নিরবের শিডিউল জট

নিরবের শিডিউল জট

image_56256বাংলাদেশ-মালয়েশিয়ান যৌথ চলচ্চিত্র ‘মাংগালা কাউবয়’তে কাজ করতে গিয়ে শিডিউল জটে পড়েছেন নিরব।  এ ছবিতে টানা একমাস কাজ করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।

এই এক মাসে প্রায় হাফ ডজন চলচ্চিত্রের শিডিউল জটে পড়ে। আর তাই এখন দেশে এসেই সেই সব ছবিগুলোর বাকি অংশের কাজ শেষ করছেন। তবে নিরব নিজের শিডিউল জটের বিষয়ে খানিকটা আক্ষেপ করে বলেন, তিনি শিডিউল নিয়ে অন্য শিল্পীদের সাহায্য চাইলেও তাদের রেসপন্স ভালো নয়।

শিগগিরই বেশি পরিশ্রম করে সবার কাজ যত দ্রুত সম্ভব করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী সপ্তাহেই তিনি গাজীপুর থাকবেন পপির সাথে জুটি বাঁধা চলচ্চিত্রটি শেষ করার জন্য।

সুত্র: দৈনিক ইত্তেফাক

 


মন্তব্য করুন