Select Page

নির্বাচনের অপেক্ষায় পূর্ণিমা

নির্বাচনের অপেক্ষায় পূর্ণিমা

1811_e1চিত্রনায়িকা পূর্ণিমা অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না বেশ কিছুদিন হয়ে গেল। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু ছবি। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কোন চলচ্চিত্র মুক্তির আলো দেখছে না। নির্বাচনের পরে পরিস্থিতি শান্ত হলে ছবিগুলো একে একে মুক্তি পাবে। ফলে পূর্ণিমা এখন অপেক্ষা করছেন নির্বাচনের। 

মুক্তির তালিকায় প্রথম অবস্থানেই আছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়া-ছবি‘। চ্যানেল নাইনের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছে আরেফিন শুভ। শুভ এবং পূর্ণিমার প্রেম কাহিনী নিয়েই চলচ্চিত্রের গল্প। ছায়া-ছবি-তে পূর্ণিমা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্রীর ভূমিকায় অভিনয় করেছেন।

পূর্ণিমা অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার স্বামী আমার অহংকার। গোলাম মোর্শেদের প্রযোজনায় ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে আগেই। এই ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছে রিয়াজ এবং আমিন খান।

এছাড়াও ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘টু বি কন্টিনিউড’ ছবির নির্মান কাজ চলছে এখনো। এই ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন