Select Page

নির্বাচনের আগের দিন বারো চ্যানেলে ‘দহন’

নির্বাচনের আগের দিন বারো চ্যানেলে ‘দহন’

পূজা, সিয়াম আহমেদ ও জাকিয়া বারী মম।

# নির্বাচনের আগের দিন টিভিতে দেখানো হবে ‘দহন
# একমাস আগে মুক্তি পাওয়া সিনেমাটি এখনো ১৪টি হলে প্রদর্শিত হচ্ছে
# রাজনৈতিক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘দহন’

বেশ কয়েকবার মুক্তির তারিখ পাল্টিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস আগে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘দহন’। এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনের আগের দিক ২৯ ডিসেম্বর ১২টি চ্যানেলে দুপুরে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

1. Asian TV : 2:10 pm
2. SA TV : 10: 10 am
3. Boishakhi TV : 2:45 pm
4. Channel I : 3:00 pm
5. Desh TV : 3:30 pm
6. GTV : 10:15 am
7. RTV : 2:10 pm
8. ETV : 3:00 pm
9. My TV : 1:00 pm
10. Masranga : 2:30 pm
11. Anannda TV :
12. Mohona TV :

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘দহন’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি ও জাকিয়া বারি মম।

কয়েক বছর আগে সংঘটিত আগুন সন্ত্রাস নিয়ে সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে।

এদিকে সিনেমাটির দ্রুত টিভি প্রিমিয়ারের এমন খবরে অবাক হয়েছেন অনেকে। কারণ, এত আগে জাজের কোনো সিনেমা টিভিতে উন্মুক্ত হয়নি। বিশেষ করে যেখানে রাফীর আগের সিনেমা ‘পোড়ামন ২’ এখনো সহজলভ্য নয়। শুধুমাত্র মোবাইল অ্যাপে দুদিনের জন্য বিনামূল্যে দেখা যাচ্ছে। কয়েক মাস ধরে দর্শক সিনেমাটি সাবক্রিপশন ফি দিয়ে দেখছিল।

এ ছাড়া আগের সপ্তাহেও ‘দহন’ ৩৯টি হলে প্রদর্শিত হয়েছে। চলতি সপ্তাহে প্রদর্শিত হচ্ছে ১৪টি হলে।

ছবিটি প্রথমে ঈদ-উল-আজহায় মুক্তির ঘোষণা দেয়া হয়। কিন্তু গ্রাফিক্সের কাজ বাকি থাকার অজুহাতে পেছানো হয়। পরবর্তীতে ৫ অক্টোবর মুক্তির কথা বলা হয়। শেষ পর্যন্ত ওই তারিখেও ছবিটি মুক্তি পায়নি। সবশেষ ১৬ নভেম্বর মুক্তির তারিখ পরিবর্তন করে ৩০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়।

আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, রিপা রাজ, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ।

 


মন্তব্য করুন