Select Page

নির্মাতার জন্মদিন উপলক্ষে ‘ভয়ংকর সুন্দর’

নির্মাতার জন্মদিন উপলক্ষে ‘ভয়ংকর সুন্দর’

voyonkar-sundor-porombroto-bhabna৭ ফেব্রুয়ারি অনিমেষ আইচের জন্মদিন। তাই বছরের এই সময়টা বরাবরই তার কাছে বিশেষ কিছু। দিনটি সামনে রেখেই ২০১৫ সালে ফেব্রুয়ারির প্রথম শুক্রবার অনিমেষ প্রথম চলচ্চিত্র ‘জিরো ডিগ্রী’ মুক্তি দিয়েছিলেন।

টেলিভিশনের জনপ্রিয় এ নির্মাতা প্রথম আলোকে জানান, দ্বিতীয় সিনেমা ‘ভয়ংকর সুন্দর’ও মুক্তি দিতে চান ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। সিনেমাটিতে অভিনয় করেছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের ভাবনা।

মুক্তি প্রক্রিয়ার অগ্রগতি প্রসঙ্গে অনিমেষ জানান, ছবিটি এখনো সেন্সর বোর্ডে পাঠানো বাকি। সব ঠিকঠাক থাকলে মাস খানেকের মধ্যেই সেন্সরে জমা দেওয়া হবে। সেখান থেকে ছাড় পেলেই কাঙ্ক্ষিত দিনে ছবিটি মুক্তির জন্য সবকিছু পাকাপোক্ত করতে পারবেন। এর আগ পর্যন্ত তাঁর সব পরিকল্পনাই বাঁধা থাকবে ইচ্ছার ফ্রেমে।


মন্তব্য করুন