Select Page

নীলিমায় রঙিন মুহূর্ত

নীলিমায় রঙিন মুহূর্ত

ইউরোপের দেশ মালটা। ঘোষণা ছিল ওই দেশের নামেই ইফতেখার চৌধুরী সিনেমাটি নির্মাণ করবেন। তবে ভিসা জটিলতার কারণে সেখানে যেতে পারেননি অভিনেতা এবিএম সুমনসহ অনেকে। অবশ্য সেখানে পৌঁছেছেন ছবির নায়িকা ববি ও অন্য নায়ক সঞ্জু জন। এ অবসরে ইফতেখার ‘নীলিমা’ নামে আরেকটি ছবির শুটিং শুরু করেন।

1

কয়েকদিন আগে ইফতেখার শুটিং স্পটের কিছু দৃশ্য শেয়ার করেন। তাতে উঠে আসে নীলিমার কিছু রঙিন মুহূর্ত।

0

এর মাঝে নজর কাড়ে ববির একটি ছবি। কালো-বেগুনি সুতোয় নকশা করা অফ হোয়াইট কালারের সালোয়ার কামিজ, চোখে সাধারণ কালো ফ্রেমের একটি চমশা, ডান পাশের গালে কালো তিল, হালকা বাদামী রংয়ের চুলে বেনী করা। ঠোঁটে লিপষ্টিক। সেই সাথে ঠোঁটের কোণে সুন্দর-স্নিগ্ধ হাসি। এতো সুন্দর ছবিতে ববিকে আগে কমই দেখা গেছে।

3

‘নীলিমা’ সঞ্জুর দ্বিতীয় সিনেমা। তাকেও দেখা যাচ্ছে ড্যাশিং লুকে।

6

ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। শুরু হচ্ছে ‘মাল্টা’র শুটিং।

4

‘মাল্টা’র সংগীত পরিচালনা করছেন আরমান মালিক। আর নৃত্য পরিচালনা করছেন আদিল শেখ। এতে তিন ভাষায় সংলাপ থাকবে। এগুলো হলো ইংরেজি, বাংলা, আর স্থানীয় মাল্টা ভাষায়। এ ছবিটির ৯০ ভাগ শুটিংই হবে মাল্টায়।

5


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

[wordpress_social_login]

Shares