Select Page

বাংলাদেশী নায়িকার বোম্বের ছবিতে অভিনয়, প্রচারনার নয়া কৌশল এবং হাভাতে বাঙ্গালীয়ানা

বাংলাদেশী নায়িকার বোম্বের ছবিতে অভিনয়, প্রচারনার নয়া কৌশল এবং হাভাতে বাঙ্গালীয়ানা

nusrat fariya hot

প্রসঙ্গঃ নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া নামের এক বাংলাদেশী নায়িকা সম্প্রতি বলিউডের একটি ছোট বাজেটের ছবিতে ইমরান হাশমীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। ভারতের শীর্ষস্থানীয় দৈনিক ” টাইমস্‌ অফ ইনডিয়া ” এর একটি প্রতিবেদনেও এ ব্যাপারে বলা হয়েছে। বাংলাদেশী নবাগতা অভিনেত্রীর বলিউডের মতো বড় প্লাটফর্মে কাজ করার সূযোগ নিঃসন্দেহে আনন্দের; তবে সেটি জাতীয় ইস্যু হওয়ার মতো বড় ঘটনা একেবারেই না।

ফারিয়া বি গ্রেডের একটি বলিউডি ছবিতে দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয়ে সূযোগ পেয়ে অস্কার জয়ের প্রচারনা পাচ্ছে দেখে একজন বাংলাদেশী হয়ে লজ্জিত না হয়ে পারছিনা বলেই আমার আজকের এই লেখা।

ফারিয়ার ২৫ লাখ পারিশ্রমিক পাওয়ার ঘটনা কি সত্যিই লাফালাফি করার মতো ঘটনা ?

বলিউড পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাষ্ট্রী। সেখানকার ছবির বাজেট যেমন বাংলাদেশী ছবির চেয়ে অনেক বেশী, তেমনি শিল্পীদের পারিশ্রমিকও তুলনামূলক অনেক বেশী। বড় বড় স্টারদের পারিশ্রমিকের কথা না হয় বাদই দিলাম, এমনকি অনেক ক্যারেকটার আর্টিস্টও বাংলাদেশের সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া স্টারের চেয়ে ছবি প্রতি বেশী পারিশ্রমিক পায়। বলিউডের আজকের জনপ্রিয় অভিনেত্রী ‘’ দিপিকা ‘’ ‘’ কঙ্গনা ‘’ ‘’ প্রিয়াঙ্কা ‘’ কিংবা ‘’ক্যাটরিনা’’, ‘’কারিনা’’ ছবি প্রতি ৫ কোটি রুপী কিংবা ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশী পারিশ্রমিক নিয়ে থাকেন। সাম্প্রতিক জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ‘’ কঙ্গনা রানাউত ‘’ তার এক সাক্ষাতকারে জানিয়েছেন যে, তিনি এখন থেকে অভিনেতাদের সমান পারিশ্রমিক দাবী করছেন এবং শোনা যাচ্ছে যে নতুন এক ছবির নির্মাতা নাকি তাকে ১১ কোটি রুপী পর্যন্ত পারিশ্রমিক দিতে রাজি হয়েছেন। সময়ের সেরা পাঁচ নায়িকার পারিশ্রমিকের সাথে নিশ্চয়ই ফারিয়ার পারিশ্রমিকের তুলনা করা উচিৎ না; তবে আমার বলিউড সম্পর্কে যতটুকু জ্ঞান আছে তা থেকে আমি এইটুকু বলতে পারি যে, বলিউডে ২৫ লাখ রুপী পারিশ্রমিক পাওয়া মোটেই অস্বাভাবিক কোন ঘটনা না যা নিয়ে প্রথম সারির মিডিয়া গুলোও এতোটা সেনসোশনাল রিপোর্ট পাবলিশ করতে পারে।

তবে হ্যা, ফারিয়ার প্রথম বানিজ্যিক ছবি মুক্তি পেতে যাচ্ছে শীঘ্রই এবং ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত বলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উভয় যায়গায় ছবির প্রচারনা হওয়া অত্যন্ত আবশ্যক। ছবির নায়িকা সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমীর বিপরীতে শীঘ্রই অভিনয় করতে যাচ্ছেন; এর চেয়ে বড় প্রচারনা ছবির জন্য এবং ছবির নায়িকার সেক্সি ইমেজ তৈরীর জন্য দ্বিতীয়টি হতে পারতো বলে আমি মনে করিনা। সেক্ষেত্রে এ ছবির পি আর ম্যানেজার যে খুবই বাহ্‌বা পাওয়ার মতো কাজ করে যাচ্ছেন তাতে কোন সন্দেহ্‌ নেই। একটি বানিজ্যিক ছবির জন্য যথাপোযুক্ত প্রচারনা খুবই গুরুপ্তপূর্ন। সেক্ষেত্রে এ ছবির প্রচারণাও খুব ভালো ভাবেই হচ্ছে এবং আমি এতে কোন দোষ দেখছি না।

তবে এক শ্রেনীর বাংলাদেশী দর্শক এবং মিডিয়াকর্মীর হাভাতে বাঙ্গালীয়ানা দেখেই কেবল লজ্জায় মাথা হেট হয়ে আসে। ইমরান হাশমীর দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয়ের সূযোগ পাওয়া কিংবা বলিউডের ছবিতে ২৫ লাখ পারিশ্রমিক পাওয়া কি সত্যিই এতো গর্বের !! বাংলাদেশী হিসেবে কি আমরা নিজেদেরকে এতোটাই ছোট করে ফেলেছি যে এই অতি সামান্য বিষয়েও এতো নাচানাচি করছি ?

পাকিস্তানী এক অভিনেত্রী বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন ‘’ শাহরুখ খান ‘’ এর বিপরীতে বড় বাজেটের ছবি ‘’ রাঈস ‘’ এ প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন। শ্রীলঙ্কান মডেল, ‘’জ্যাকিউলিন ফার্নান্দেজ ‘’ হিন্দি ছবির এক জনপ্রিয় নাম এখন। সালমান খানের বিপরীতে ২০০ কোটির ব্লকবাষ্টারে অভিনয় করেছেন তিনি। নেপালের মেয়ে মনীষা কৈরালা ৯০ দশকের বলিউড মাতিয়ে রেখেছিলেন। হিন্দি ছবির নায়িকা ঐষরিয়া রাই হলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। ব্রাড পিটের বিপরীতে ‘’ট্রয়’’ ছবিতে অভিনয়ের অফার পেয়েও ফিরিয়ে দিয়েছেন সে অফার। প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন এমেরিকার সবচেয়ে বড় টিভি নেটওয়ার্কের বিগ বাজেটের টিভি শো তে লিড রোলে। এপিসোড প্রতি তার পারিশ্রমিক নাকি ভারতীয় রুপীতে আড়াই কোটি রুপী।

সে হিসেবে ফারিয়ার হিন্দি ছবিতে অভিনয়ের ঘটনা কতই না তুচ্ছ। অথচ, এই ঘটনা নিয়ে যেভাবে লাফালাফি হচ্ছে তাতে বার বার রবীন্দ্রনাথকেই মনে পড়ছে। রেখেছো বাঙালী করে মানুষ করনি। সত্যিই, বাঙ্গালীর এ ধরনের হাভাতেপনা দেখলে বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসে।

—- রমিজ, ১১-০৯-১৫


মন্তব্য করুন