Select Page

নেশায় আবেদনময়ী কুসুম (ভিডিও)

নেশায় আবেদনময়ী কুসুম (ভিডিও)

অভিনেত্রী কুসুম শিকদার ভালো গানও গান। পয়লা বৈশাখে ‘নেশা’ শিরোনামে একটি গান লেখার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার ইউটিউবে ‘নেশা’ গানের ভিডিও প্রকাশ পেয়েছে। এতে র‍্যাম্প মডেল সুজনের সঙ্গে মডেল হয়েছেন কুসুম শিকদার নিজেই। ভিডিওতে আবেদনময়ী এক কুসুম শিকদারকে দেখতে পাচ্ছেন দর্শক। এরই মধ্যে ভিডিওটি ৯০ হাজারের বেশিবার দেখা হয়েছে।

গানটির সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস।


Leave a reply