Select Page

নোলক : রাশেদ রাহার নাম নেই সেন্সর সনদে, দেখুন টিজার…

নোলক : রাশেদ রাহার নাম নেই সেন্সর সনদে, দেখুন টিজার…

নির্মাণের ঘোষণা থেকে আলোচনায় থাকা শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ অবশেষে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। অবশ্য এর মাঝে অনেক কাণ্ড ঘটে গেছে পরিচালক রাশেদ রাহা ও প্রয়োজক সাকিব সনেটের দ্বন্দ্বের জেরে।

মঙ্গলবার সিনেমাটি আনকাট ছাড়পত্র পায়, রাশেদের আপত্তি অগ্রাহ্য করে সনদে পরিচালক হিসেবে রয়েছে সাকিব সনেটের নাম। তবে টিজারে সেই আত্মবিশ্বাসের পরিচয় দেননি প্রযোজক। লিখেছেন সাকিব সনেট অ্যান্ড টিম! ঠিক যেন রোহিত শেঠি অ্যান্ড টিম!

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত বায়ান্ন সেকেন্ডের টিজারে রয়েছে পারিবার, আনন্দ, দুঃখ, হাসি, কান্না ও ভালোবাসার লড়াই। প্রথাগত সিনেমার মতো ঐতিহ্যবাহী দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত আর টানাপোড়েনের গল্প থাকবে বলে মনে হচ্ছে। আর এইসবে কেন্দ্রে থাকবে শাকিব খান ও ববির প্রেম।

বি হ্যাপী এন্টারটেইনমেন্ট ছবিটি প্রযোজনা করেছে। শাকিব খান-ববি ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী, ওমর সানি, রজতাভ দত্তসহ ঢাকা-কলকাতার কয়েকজন শিল্পী।

এর মাধ্যমে ঈদুল ফিতরের দুই ছবি মুক্তির জন্য প্রস্তুত। অন্য ছবিটি হলো অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

সাম্প্রতিক খবরাখবর

[wordpress_social_login]

Shares