Select Page

পদ্মপুরাণের ‌’পাখি’ মন কাড়লো (ভিডিও)

পদ্মপুরাণের ‌’পাখি’ মন কাড়লো (ভিডিও)

রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরাণ’ ছবির ‘পাখি’ শিরোনামের গান প্রকাশ হলো ইউটিউবে। লিখেছেন তানিয়া নূর, সুর ও সংগীত করেছেন নির্ঝর চৌধুরী। গেয়েছেন কলকাতার ইমন চক্রবর্তী ও নির্ঝর চৌধুরী।

এর আগে ছবিটির অভিনব পোস্টার দর্শকদের মনোযোগ কাড়ে। এবার প্রথম গানও পেল হাততালি।

‘পদ্মপুরাণ’ সম্পর্কে পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার ধরন পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে প্রকৃতির রূপ-বৈচিত্রও। মানিক বন্দোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে পদ্মার যে রূপ দেওয়া আছে সেই রূপ এখন আর খুঁজে পাওয়া যায় না। আমরা মানিক বন্দোপাধ্যায়ের কুবের, মালা, কপিলাদের খুঁজার চেষ্টা করেছি এই সময়ের প্রেক্ষাপটে। সেই চরিত্রগুলো যদি এখনো বেঁচে থাকতেন তাহলে তাদের অবস্থান কি হতো। পেশায় বা কি হতো? এসবই তুলে ধরার চেষ্টা করেছি। বলতে পারেন পদ্মার পাড়ের মানুষের জীবন চিত্র তুলে ধরার চেষ্টা করেছি ‘পদ্মাপুরাণে। ’

এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আফরিন মাহি। ছবিতে কপিলা চরিত্রে দেখা যাবে প্রসূন আজাদকে। শম্পা রেজা অভিনয় করছেন শিখণ্ডী (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের প্রধানের চরিত্রে। আর চম্পা অভিনয় করছেন একজন মাদক ব্যবসায়ীর ভূমিকায়। এ ছাড়া আরও আছেন সুমিত সেনগুপ্ত, জয়রাজ, কায়েস চৌধুরী, হেদায়েত নান্নু।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares