Select Page

পদ্ম পাতার জলে বাংলার ঐতিহ্য

পদ্ম পাতার জলে বাংলার ঐতিহ্য

65

ইমনমিম অভিনীত ‘পদ্ম পাতার জল’ ছবিতে ব্যবহার করা হয়েছে ইতিহাসের অনেক পুরাকীর্তি। বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো। চলচ্চিত্রের মাধ্যমে এগুলো তুলে আনাই ছিল পরিচালকের উদ্দেশ্য।

ঔপনিবেশিক সময়ের এক গল্পকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপনের জন্য দৃষ্টিনন্দন সেট ও জমকালো পোশাক পরিকল্পনার এক নান্দনিক মেলবন্ধন ঘটানো হয়েছে বলেই জানান পরিচালক তন্ময় তানসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘যেহেতু গল্পটা ঔপনিবেশিক সময়ের তাই গল্পের প্রয়োজনেই আমাদের বাংলাদেশের বিভিন্ন পুরোনো জমিদারবাড়ি ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলোতে শুটিং করতে হয়েছে। আর আমাদের দেশের এত সুন্দর সব নিদর্শন রয়েছে যেগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য সিনেমার মতো একটি বড় মাধ্যম ব্যবহার করলে তা দেশ-বিদেশের মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বলে আমি মনে করি।’

52

টাঙ্গাইলের ধনবাড়ি, মহেড়া, ও নাগরপুর জমিদারবাড়ি, মধুপুর রাবার বাগান, মানিকগঞ্জের বালিয়াটি জমিদারবাড়ি, সোনারগাঁ লোকশিল্প জাদুঘর, পানাম সিটি, ঢাকার আহসান মঞ্জিল, রাঙামাটি, সিলেট, বান্দরবান ও টেকনাফ সহ দেশের আরও সুন্দর সব লোকেশনে শুটিং হয়েছে সিনেমাটির।

‘পদ্ম পাতার জল’ এর কাহিনী ও সংলাপ লিখেছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। আর এতে অভিনয় করেছেন ইমন, মিম, অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান, মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি, রোমানা ও স্বর্ণা প্রমুখ।

বর্তমানে চলচ্চিত্রটির সম্পাদনা চলছে। সম্পাদনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সামীর আহমেদ।


Leave a reply