Select Page

‘পরবাসিনী’র ট্রেলার প্রদর্শন

‘পরবাসিনী’র ট্রেলার প্রদর্শন

Porobashinee-Poster-217x275বাংলাদেশের প্রথম কল্প-বিজ্ঞান চলচ্চিত্র হিসেবে ‘পরবাসিনী‘র নাম চলচ্চিত্রপ্রেমীদের মোটামুটি সবাই জানে। সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল চলচ্চিত্রটির ট্রেলার প্রদর্শন।

স্বপন আহমেদ পরিচালিত এই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। এই ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিরবমেহজাবিন।

স্বপন আহমেদ তার প্রথম চলচ্চিত্র ‘লালটিপ’র প্রচারণায়ও বেশ চমক সৃষ্টি করেছিলেন। এবারের ছবিটিও চমকমুক্ত নয়। বিশেষ করে ছবির মূল চরিত্র নিয়ে বিতর্ক অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছে।

গতকাল দেয়া তার ফেসবুক স্ট্যাস্টাসে জানা যায় তিনি ঢাকার এআইইউবি ফিল্ম ক্লাবে ‘পরবাসিনী’র ট্রেলার প্রদর্শন করেছেন। স্ট্যাস্টাসের বিভিন্ন মন্তব্য থেকে জানা যায়- দর্শকদের প্রতিক্রিয়া ছিলো বেশ ইতিবাচক। আরো অনেকে ট্রেলারটি দেখার জন্য অপেক্ষা করছেন।


মন্তব্য করুন