Select Page

পরমব্রতর বিপরীতে তিশা

পরমব্রতর বিপরীতে তিশা

বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা ঘোষআশনা হাবিব ভাবনার পর এবার নুসরাত ইমরোজ তিশাকে এবার দেখা যাবে ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে। ‘হলুদবনি’ শিরোনামের যৌথ প্রযোজনার এ ছবির তৃতীয় প্রধান চরিত্রে অভিনয় করবেন ভারতের পাওলি দাম। খবর প্রথম আলো

বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম প্রাইভেট লিমিটেড ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড হলুদবনি সিনেমার যৌথ প্রযোজক। ছবির বাংলাদেশ অংশের নির্বাহী প্রযোজক প্রিয়ান তমালিকা সরকার বলেন, এরই মধ্যে অভিনয়শিল্পীদের সঙ্গে যাবতীয় চুক্তি সম্পন্ন হয়েছে। মার্চ থেকে শুটিং শুরু হবে। দুই ধাপে পুরো সিনেমার কাজ শেষ হয়ে যাবে।

একই তথ্য নিশ্চিত করেছেন ছবির ভারত অংশের নির্মাতা মুকুল রায় চৌধুরী। এ ছবির বাংলাদেশ অংশের পরিচালক তাহের শিপন। আর সংগীত পরিচালক হিসেবে থাকবেন সৈকত মিত্র।

সিনেমায় তিশার চরিত্রের নাম অনু, পরমব্রত হবেন পলাশ; আর পাওলি দাম হবেন কস্তুরি।

এদিকে নিজের অভিনীত চরিত্র নিয়ে তিশা বলেন, ‘এটা এমন একটা চরিত্র, যার প্রতি সবার মায়া জন্মাবে। এই ছবির গল্প খুবই মিষ্টি, সবাইকে আকর্ষণ করবে। পরমব্রত খুব ভালো একজন অভিনেতা। তাঁর কাজ দেশে ও দেশের বাইরে সমানভাবে প্রশংসিত হয়েছে। আমাদের দেশেও তিনি কাজ করেছেন। অনেকেই তার অভিনয় খুব পছন্দ করে। ও রকম একজন ভালো অভিনেতার সঙ্গে সিনেমায় কাজ করার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারব।’


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares