Select Page

পরাণের অনিশ্চয়তা কাটলো

পরাণের অনিশ্চয়তা কাটলো

ঈদুল আজহার ছবি হিসেবে শেষ মুহূর্তে সেন্সরে জমা পড়ে রায়হান রাফীর ‘পরাণ’। কোনো কোনো সংবাদ মাধ্যম জানিয়েছিল, জটিলতায় পড়তে পারে ছবিটি। তবে সে অনিশ্চয়তা কেটেছে বলে জানালো এনটিভি অনলাইন।

রবিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যেরা সিনেমাটি দেখেছেন।

বোর্ড সদস্য অরুণা বিশ্বাস বলেন, ‘দারুণ গল্পের একটি সিনেমা দেখলাম আমরা। কাজটি বেশ ভাল হয়েছে, আনকাট ছাড়পত্রের জন্য সুপারিশ করেছি আমরা।’

এদিকে নির্মাতা রাফী ফেসবুকে লিখেছেন,  আলহামদুলিল্লাহ।

‘পরাণ’ সিনেমার পাত্রী বিদ্যা সিনহা মিম আর দুই পাত্র শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এই সিনেমার মাধ্যমে সাত বছর পর ঈদে মুক্তি পাবে বিদ্যা সিনহা মিমের সিনেমা আর শরিফুল রাজের ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা হবে এটি।

২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফী।


মন্তব্য করুন