Select Page

পরিকল্পনা করে ঝগড়া, বিভ্রান্ত শ্রোতা!

পরিকল্পনা করে ঝগড়া, বিভ্রান্ত শ্রোতা!

৭ এপ্রিল রাতে ফেসবুকজুড়ে আলোচনার বিষয় ছিল শাফিন আহমেদ ও ফুয়াদ আল মুক্তাদির বিতর্ক! শাফিনের কণ্ঠ নকল করে একটি ব্যঙ্গাত্মক ভিডিও ছাড়েন ফুয়াদ। একেকজন একেক রকম কমেন্ট করতে থাকে। ফুয়াদ ভক্তরা হাসি-ঠাট্টা করে আর শাফিন ভক্তরা বলে, এই ভিডিওর মাধ্যমে শাফিনকে ছোট করা হয়েছে। এ জন্য তারা ফুয়াদের সমালোচনাও করে!

শাফিন নিজেও কমেন্ট করেন এবং পাল্টা ভিডিও প্রকাশ করে ফুয়াদের সমালোচনা করেন। প্রশ্ন তোলেন সিনিয়রদের প্রতি ফুয়াদের শ্রদ্ধার বিষয়টি নিয়ে। তবে দু-একজন বলাবলি করে, শাফিন-ফুয়াদ এটা পরিকল্পনা করেই করেছেন! তাঁদের সম্পর্ক ভালো এবং সামনে দুজন মিলে একটি গান প্রকাশ করতে যাচ্ছেন। কথার সত্যতা প্রায় মিলে যায় গতকাল সকালে দুজনের পোস্টে!

দুজনই একটি পোস্টার শেয়ার করেন, যাতে শাফিনের একটি ছবির সঙ্গে বড় করে লেখা ‘লিজেন্ড’। আর ছোট করে লেখা, ‘শাফিন আহমেদ। কথা, সুর ও সংগীত ফুয়াদ আল মুক্তাদির। ’ এরপর দুজনের ভক্তরাই স্বাভাবিক হয়ে যায়। তবে কেউ কেউ বিষয়টির সমালোচনাও করে।

এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘এটা গান না কী সে প্রসঙ্গে এখনই কিছু বলতে চাই না। সময় হলে সবাই জানতে পারবেন। ’ আরো যোগ করেন, ‘শুধু এটুকু বলতে চাই, আজকাল চারদিকে লিজেন্ড শব্দটির অপব্যবহার হচ্ছে। অনেক ক্ষেত্রেই সত্যিকারের লিজেন্ডদের মূল্যায়ন করা হয় না। আবার যাকে-তাকে লিজেন্ড বলে দেওয়া হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। ’

শাফিন মুখে না বললেও পোস্টার দেখে সবাই ধারণা করছে, ‘লিজেন্ড’ শিরোনামে একটি গান করেছেন দুজন। দ্রুতই গানটির ভিডিও প্রকাশ করা হবে।

সূত্র : কালের কণ্ঠ

অারো পড়ুন:   ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রে শাফিন আহমেদ

Leave a reply

সাপ্তাহিক জরিপ

ঈদে কতগুলো ছবি মুক্তি দেয়া উচিত?
সর্বোচ্চ পাঁচটি
পাঁচটির বেশি
Poll Maker

অনুসরন করুন

Pin It on Pinterest

Shares
Share This