Select Page

পরিচালককে ২৬ লাখ টাকার গাড়ি উপহার দিলেন ‘প্রিয়তমা’র প্রযোজক

পরিচালককে ২৬ লাখ টাকার গাড়ি উপহার দিলেন ‘প্রিয়তমা’র প্রযোজক

একটু ভিন্নভাবে ‘প্রিয়তমা’র সাফল্য উদযাপন করলেন প্রযোজক আরশাদ আদনান। পরিচালক হিমেল আশরাফকে উপহার দিলেন ব্র্যান্ডনিউ গাড়ি।

জানা গেছে, ‘প্রিয়তমা’র সাফল্যে খুশী হয়ে হিমেল আশরাফকে ‘এক্সিও ২০২০’ মডেলের একটি সাদা গাড়ি উপহার দিয়েছেন এর প্রযোজক আরশাদ আদনান। জানা যায়, গাড়িটির মূল্য ২৬ লাখ টাকা! দামী এই সারপ্রাইজিং উপহার পেয়েছে রীতিমত আকাশ থেকে পড়েছেন পরিচালক হিমেল আশরাফ!

এই খবরটি পরিচালক হিমেল তার ফেসবুকে শেয়ার করেছেন।

হিমেল আশরাফ চ্যানেল আই অনলাইনকে জানান, সোমবার রাতে উপহারটি পেয়েছেন। তিনি বলেন, প্রযোজক আদনান ভাই আমার জন্য ব্লেসিং। তিনি আমার প্রথম ছবিও প্রযোজনা করেছিলেন। দ্বিতীয় ছবি ‘প্রিয়তমা’ তিনি শাকিব ভাই এবং আমার উপর আস্থা রেখে করেছেন। সিনেমা শেষ হওয়ার আগ পর্যন্ত উনি জানতেন না বাজেট কত! শেষ হলে জানাই এত খরচ! তাহলে এখানে বোঝা যায়, আমার উপর তার আস্থাটা কতটুকু!

আরশাদ আদনানের প্রযোজনায় শাকিব খান ছাড়াও ‘প্রিয়তমা’য় আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ইধিকা পাল, সহীদ উন নবী, কাজী হায়াৎ, এলিনা শাম্মী।


Leave a reply